মুম্বই: ফের বিতর্কে গায়ক অভিজিৎ। এবার এক মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্যের অভিযোগ। বির্তকের সূত্রপাত অভিজিতের একটি ট্যুইটকে ঘিরে।


ট্যুইটারে তিনি লেখেন, চেন্নাইয়ের মহিলা তথ্য প্রযুক্তি কর্মীর খুনের ঘটনা আসলে ‘লাভ জেহাদ’ এবং হামলাকারী একজন মুসলমান। এরই প্রতিবাদ জানান স্বাতী চতুর্বেদী নামে এক মহিলা সাংবাদিক। তিনি বলেন, অকারণে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্য গায়ককে গ্রেফতার করা উচিত। এরপরই ওই মহিলা সাংবাদিককে অশালীন ভাষায় অভিজিৎ আক্রমণ করেন বলে অভিযোগ।



চতুর্বেদী জানিয়েছে, চেন্নাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতেই টুইট করেছিলেন তিনি। কিন্তু পাল্টা অশালীন মন্তব্য ও অকথ্য ভাষা প্রয়োগ করেছেন অভিজিৎ। তিনি অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন। তিনি আরও বলেন, টুইটারে সাংবাদিক এবং মহিলাদের অনেক সময়ই টার্গেট করা হয়। অনেক সহ্য করেছেন তিনি। আর নয়। মুম্বই পুলিশ তাঁকে আশ্বাস দিয়েছে, এব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগে বহুবার বিভিন্ন কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে গায়ক অভিজিতকে।