বেঙ্গালুরু: এক ঘন্টা টানা ব্যাট করতে হবে৷ আউট হওয়া চলবে না৷ কুম্বলের এই অভিনব অনুশীলনে পাশ একমাত্র আজিঙ্ক রাহানে৷ বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ৷ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে উইকেটে টিকে থাকার লড়াইয়ের জন্য এটাই ছিল কুম্বলের অনুশীলন৷ কিন্তু চিন্তা বাড়ালেন বিরাট-পূজারারা৷
দায়িত্ব নেওয়ার পর রোজই নতুন নতুন ভাবনার আমদানি করছেন টিম ইন্ডিয়ায়৷ রবিবার অনুশীলনে কোচ কুম্বলের নতুন ভবনা, প্রত্যেক ব্যাটসম্যানকে ব্যাট করতে হবে এক ঘন্টা করে। শর্ত একটাই, আউট হওয়া চলবে না! বেঙ্গালুরু থেকে ৪০ কিমি দূরে আলুরে মনোরম পরিবেশে ভারতীয় দলের নিবিড় অনুশীলনে নতুন কোচের এই পরীক্ষার সামনে ফার্স্ট বয় রাহানে৷ বলা ভাল, তিনিই একমাত্র পাশ করলেন৷ ১ ঘন্টা ধরে টানা ব্যাটিং৷ ইশান্ত-জাডেজারা একবারও আউট করতে পারলেন না রাহানেকে৷ বাকিরা কুম্বলের চ্যালেঞ্জ নিতেই পারলেন না৷


ব্যর্থদের তালিকায় রয়েছেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ১ ঘন্টায় দুবার আউট হলেন বিরাট৷ দুবারই জাডেজার কাছে৷ কোহলির মতই ফ্লপ ওপেনার শিখর ধবনও৷ ১ ঘন্টায় আউট হলেন দিল্লির এই ওপেনার৷ আউট হলেন আরেক ওপেনার মুরলি বিজয়ও। ক্যারিবিয়ান সফরে তার উপরেই দায়িত্ব থাকবে ইনিংস ওপেন করার৷ অথচ ১ঘন্টার ব্যাটিংয়ে আউট হলেন বিরাটদের মতই দুবার৷
শুধু কোহলি-ধবন-বিজয়'রাই নন, ১বার করে আউট লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা-ও৷ ক্যালিপ্সোর দেশে বোলিং আক্রমণের সামনে উইকেটে টিকে থাকার লড়াইয়ে নামার আগে পাশ মার্ক পেলেন একমাত্র আজিঙ্কই৷
এই অভিনব অনুশীলনই নয়, ভারতীয় বোলার ব্যাটসম্যানদের মধ্যে সমন্বয় বাড়াতে এবার জুটি তৈরি করলেন কুম্বলে৷ কোথাও শিখর ধবন-মহম্মদ শামি তো অন্যদিকে স্টুয়ার্ট বিনি-রোহিত শর্মা৷ কুম্বলের 'জুটিতে লুটি' ভাবনার ফলে জাতীয় শিবিরে বল হাতে নজর কাড়লেন চেতেশ্বর পূজারা৷
সোমবারই শেষ অনুশীলন৷ তারপরই মিশন ওয়েস্ট ইন্ডিজ৷ কুম্বলের প্রথম পরীক্ষা৷ কড়া নজর ক্রিকেটবিশেষজ্ঞদের৷