তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তিনি শিল্পী.. হয়তো তাই, ভালবাসায় চিরবিশ্বাসী। যাঁর কলমে-কন্ঠে অবিরত ফুটে ওঠে প্রেম, যাঁর গানের সুরে প্রেমে পড়েছে কত শত প্রেমিক-প্রেমিকা, মনখারাপে যাঁর গান নিভৃতে সঙ্গী হয়েছে অনেকেরই.. সেই মানুষ ভালবাসায় বাঁচবেন, সেটাই তো স্বাভাবিক। সেই প্রেমে, ভালবাসায় বিশ্বাস রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অনুপম রায় (Anupam Roy)। পাত্রী? তিনিও সঙ্গীতশিল্পী। প্রস্মিতা পাল (Prashmita Paul)।


চলতি বছরের ২ মার্চ আইনি বিয়ে সারবেন অনুপম রায় (Anupam Roy)। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলছেন, 'পরিকল্পনা ছিল না বিয়ে করার। হঠাৎ করেই সিদ্ধান্ত নিই। আমি এখনও সম্পর্কে আশাবাদী। ২ মার্চ, খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে বিয়ে করব আমরা। খুব ছোট্ট করে অনুষ্ঠান করব। একেবারেই খুব বেশি আয়োজন চাইছি না। দেখা যাক..'


অনুপমের জীবনে ওঠাপড়া কম আসেনি। সম্পর্ক ভেঙেছে, গড়েছে। বিবাহবিচ্ছেদও সহ্য করেছেন তিনি। তবে তাঁর গানের মতোই অনুপম বাঁচতে জানেন, জানেন ভাল থাকতে। পাত্রী প্রস্মিতাও সঙ্গীত জগতের মানুষ। আর তাইব, তাঁদের সাঁকো গড়েছে সুরই। কখনও নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেননি প্রস্মিতা বা অনুপম কেউই। সমাজমাধ্যমে দুই সঙ্গীতশিল্পীই বেশ সক্রিয়। তবে একসঙ্গে কখনও ছবি শেয়ার করেননি তাঁরা। হঠাৎ তাঁদের বিয়ের খবরে যেমন অবাক তাঁদের অনুরাগীরা, তেমন খুশিও। 


অনুপমের গান চিরকালই ভালবাসার গল্প শুনিয়েছে তাঁর অনুরাগীদের। কেবল গান নয়, অনুপমের লেখনীও যথেষ্ট জনপ্রিয়। এবারের বইমেলাতেই মুক্তি পেয়েছে অনুপমের নতুন বই। তাঁর তরুণ অনুরাগীর সংখ্যা অগনিত। অনুপম যেন নতুন প্রজন্মের ভালবাসার কথা, মনের কথাই বলেন। তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়তে, খুশি অনেকেই। ২০১৫ সালে বিয়ে হয় অনুপমের। এরপরে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ। জীবনের খারাপ সময় পেরিয়ে এসেছেন অনুপম, সঙ্গী হয়েছে তাঁর লেখনী, গান আর অনুরাগীদের ভালবাসা। শিল্পী স্বপ্ন দেখতে শুরু করেছেন নিজের শর্তেই। তবে কখনও প্রেমে পড়া, সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তিনি। সেই খবর প্রকাশ্যে আসতেই, শুভেচ্ছায় ভাসছেন অনুপম।


আরও পড়ুন: Ishaa Saha Birthday: বড়পর্দা থেকে সিরিজ, তিনি এখন পরিচালকদের অন্যতম পছন্দ.. জন্মদিনে ইশার সফর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।