কলকাতা: একটা নয়, সোমবার বেশ কয়েকটা রেকর্ডিংয়ের কাজ ছিল। তবে সকালবেলা নিয়মমাফিক হাজির হয়েছে মায়ের হাতের পায়েস। সোমবার ছিল জন্মদিন, কিন্তু কাজ থেকে ছুটি নেই অনুপম রায়ের। তাই আগেভাগেই সেরে রেখেছেন যাবতীয় সেলিব্রেশন। অনুপমের জন্মদিনের দিনটা শুধু নতুন গানের জন্য।
একবার রিং হতেই ফোন তুললেন 'বার্থ ডে বয়'। জন্মদিনের শুভেচ্ছার উত্তরে ধন্যবাদ জানালেন। তারপর হেসে বললেন, 'সবাইকে উত্তর দিতে হচ্ছে তো, ফোনটা হাতেই ছিল।' কেমন কাটল জন্মদিন? এবিপি লাইভকে অনুপম বললেন, 'পরিবারের সবাইকে নিয়ে আগেই উদযাপন হয়ে গিয়েছে আমার জন্মদিন। আর 'নিজেদের মতে নিজেদের গান'-এর দলের অনেকে এসেছিলেন। ব্যাস.. আজ রেকর্ডিং পড়ে গেল তাই আগেভাগেই জন্মদিনের উৎসব শেষ।' যোগ করলেন, 'সকালে মায়ের হাতের পায়েস খেয়েছি। মা যতদিন থাকবে, এটাও থাকবে। তবে আজ কেক কাটার পরিকল্পনা নেই। আমরা বাঙালিরা বেশ সব রীতিনীতিগুলোকে মিলিয়ে ফেলেছি। এতে একরকম সুবিধা। দুটোই পাওয়া যায়। কেকও, পায়েসও।'
কেমন ছিল অনুপমের ছোটবেলার জন্মদিনগুলো? গায়ক বলছেন, 'ছোটবেলায় আমার জন্মদিনে বাড়িতে বন্ধুদের ডেকে খাওয়ানো হত। মেনুতে থাকত লুচি, পাঁঠার মাংস আর পায়েস। আমার মায়ের হাতের মটন আমার বরাবরই খুব প্রিয়। আর লুকোচুরি খেলা চলত বাড়ির মধ্যে ছুটোছুটি করে। সেই মজাটা ভীষণ মনে পড়ে।'
করোনা পরবর্তী পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যদিও আশঙ্কা রয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলে উঠে কেমন রয়েছে বাংলার মিউজিক ইন্ডাস্ট্রি? অনুপম বলছেন, 'কেবল করোনা নয়, এখন আমাদের সামনে জোড়া সমস্যা। বাংলার রাজনৈতিক পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে রয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।'
কিছুদিন আগেই গানের অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে ফেসবুকে সরব হয়েছিলেন রূপম ইসলাম। জানিয়েছিলেন, শো করতে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। অনুপম বলছেন, 'কেবল রূপম নয়, আমাদের সবারই শো বাতিল হয়েছে। রাজনীতি এখন এতটাই সামনের সারিতে চলে এসেছে যে পরিস্থিতি শান্ত না হলে, নির্বাচন না কাটলে মূল ধারায় ফেরা মুশকিল। আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে।'
সামনেই মুক্তি পাচ্ছে 'ফ্লাইওভার'। সেই ছবিতেও গানের দায়িত্ব অনুপমের। বললেন, করোনার জন্য অনেকগুলো মুক্তি আটকে ছিল। আস্তে আস্তে সব মুক্তি পাবে।
৩৯-এ পা দিলেন অনুপম। এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রিয় উপহার কী? 'অসংখ্য মানুষের ভালোবাসা। কোনও একটা বেছে নেওয়া মুশকিল', হেসে বললেন অনুপম।