নয়াদিল্লি: কখনও পানীয়, মুঠোফোন তো কখনও ছাই থেকে গোলাপ, মঞ্চে পারফর্ম করতে উঠলে শিল্পীর (Artist) দিকে নানাবিধ জিনিস ছুড়ে থাকেন দর্শকেরা। সম্প্রতি পাক গায়ক (Pakistani Singer) আতিফ আসলামকেও (Atif Aslam) এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হল। অনুরাগীর এমন এক ব্যবহার তাঁকে দেখতে হল যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)। তবে গায়কের প্রতিক্রিয়াও মন জয় করছে এখন সকলের। 


অনুরাগীর আজব ব্যবহার, মাঝপথে গান থামালেন আতিফ


একই ধরনের পরিস্থিতির সম্মুখীন এর আগেই হয়েছেন অরিজিৎ সিংহ, কানাডিয়ান ব়্যাপার ড্রেক, কার্ডি বি প্রমুখ। এবার অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন শিল্পী আতিফ আসলাম। 


পাক গায়ক অনুষ্ঠান করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই হঠাৎ এক দর্শক অতি উৎসাহিত হয়ে মঞ্চে শিল্পীর দিকে টাকা ছুড়তে থাকেন। এই ঘটনা ঘটতেই মাঝপথেই গান থামিয়ে দেন আতিফ। মঞ্চেই ডেকে তোলেন ওই অনুরাগীকে। আতিফ আসলাম বলেন, 'বন্ধু, এই টাকা দান করুন, আমার দিকে ছুড়তে হবে না, এতে টাকার অপমান হচ্ছে শুধু শুধু।'


ফৈজি নামক এক নেটিজেনের হ্যান্ডল থেকে এই ভিডিও পোস্ট করা হয়, ট্যুইটার, অধুনা এক্সে। ভিডিও পোস্ট করে শিল্পীর কথাই ক্যাপশনে লিখে ওই ব্যক্তি লেখেন, 'কী শান্তভাবে তিনি অনুরোধ করেন এবং বার্তা দিলেন সকলকে।' 


 






এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকে তা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও আপাতত ১৩১.১ হাজার ভিউজ ছাড়িয়েছে। সেই সঙ্গে ৩২০০ লাইক পেয়েছে। কমেন্টের বন্যাও দেখা গেছে। 


আরও পড়ুন: Prasun Chatterjee: OTT-তে 'দোস্তজী'র মুক্তি থেকে দ্বিতীয় ছবির কাজ, অকপট পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়


এক অনুরাগী লেখেন, 'এক সত্যিকারের পুরুষ। কাউকে অপমান না করে কীভাবে বার্তা দিতে হয় তা তিনি জানেন।' অপর একজন লেখেন, 'একদমই। এমনকী টাকা ছোড়া, মুখে টাকা নিয়ে বিয়ের সময় বরযাত্রীকে ডাকা বা সঙ্গীতে টাকা ছড়ানোও টাকার অপমান।' অপর একজন লেখেন, 'এটা ভাল ও সৎ ব্যবহার যদিও তাও কেউ কেউ নেতিবাচক কথা বলবেন।' একজন লেখেন, 'কারও কখনও টাকা ছোড়া উচিত না সে তুমি যত ধনীই হও না কেন।' আপাতত সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial