মুম্বই: ১৫ বছর পুরনো মানুষ পাচারের মামলায় ২ বছরের জন্য জেল হেফাজতের সাজা পাঞ্জাবি গায়ক দলের মেহন্দির (Daler Mehndi)। আজ পাতিয়ালা কোর্ট (Patiala Court) জেল হেফাজতের মর্মেই শুনানি করে পাঞ্জাবি গায়কের। ২০০৩ সালে মেহেন্দির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল।


আজকে আদালতের রায় অনুযায়ী, ২ বছরের জন্য জেল খাটতে হবে দলের মেহন্দিকে। নিম্ন আদালতের রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন দলের। কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দিল পাতিয়ালা কোর্ট। 


আরও পড়ুন: Porichoy Gupta: অন্ধ জমিদার ঋত্বিকের সঙ্গে বন্ধুত্ব হবে ইন্দ্রনীলের, দর্শনার স্বপ্নপূরণ করবে 'পরিচয় গুপ্ত'!


পাঞ্জাবের (Panjab) বালভেরা গ্রামের বাসিন্দা, বকশিস সিং নামে এক ব্যক্তি দলের মেহন্দি (Daler Mehndi) এবং তাঁর ভাই সমশের মেহন্দি বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর, ২০১৭ সালেই মারা যান সমশের। বকশিস সিংয়ের অভিযোগ ছিল, কানাডায় পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দলের ও তাঁর ভাই। এরপরই মানুষ পাচার ও জালিয়াতির মতো অভিযোগে মামলা দায়ের হয় দলের ও তাঁর ভাইয়ের নামে।


২০০৬ সালে এই মামলা থেকে দলের মেহেন্দিকে অব্যহতি দেওয়ার আবেদন জানিয়েছিল পাতিয়ালা পুলিশ। যদিও আদালত জানায়, দলের মেহেন্দির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে, ও পরে এই নিয়ে বিস্তারিত তদন্ত করতে হবে। আপাতত বহাল থাকবে আদালতের নির্দেশই।