কলকাতা: মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন গায়িকা ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন হল মা-কে হারিয়েছেন ইমন। বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টে মায়ের কথা লিখেছেন তিনি, মাকে মনে করেছেন।
ছবিতে ছোট করে কাটা চুল, চোখে চশমা পরে ইমন চক্রবর্তীকে দেখে স্কুলছাত্রী মনে হচ্ছে। মায়ের সঙ্গে হেসে পোজ দিয়েছেন তিনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন মা'। তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর মিউজিক ভিডিও 'ইচ্ছেডানা'। শারদ-আবহে অনুরাগীদের জন্য অপূর্ব একটি গান উপহার দেন ইমন। গানটি লিখেছেন মানিক বেরা। গানে সুর দিয়েছেন ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষ। গানটি শুনতে ক্লিক করতে হবে, https://www.youtube.com/watch?v=4g9upbuKe8Y - এই লিঙ্কে। 'সেদিনের মতো আজও শারদ রঙিন পরিবেশ, আমি যদি পাখি হতাম ছুঁয়ে নিতাম চাঁদের দেশ । '
শারদ প্রাতের কথা বললেও ইমনের চারপাশ কিন্তু মেঘে ঢাকা। সবুজের কোলে , মেঘের রাজ্যে নস্টালজিয়ায় ভাসেন ইমন চক্রবর্তী। এবিপি লাইভকে ইমন জানান, তাঁরা এই গানটির শ্য়ুটিং করেছেন পাহাড়ে। কিন্তু পাহাড়ি আকাশেই আশ্বিনের শারদ প্রাতের রেশ পেয়েছেন গায়িকা। তাঁর আশা, অতিমারী কালে এমন মনোরম গানেই মনের গুমোট ভাবটা কেটে যাবে।