কলকাতা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ (Hoichoi) দেখা যাচ্ছে ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhaater Hotel)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে চারটি পর্ব। অনুরাগীদের ভালবাসা পাচ্ছে এই সিরিজ, তবে সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তীর (Jayati Chakraborty) ফেসবুক পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক।
সোশ্যাল পোস্টে সরব জয়তী চক্রবর্তী
গতকাল, বুধবার, ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন জয়তী চক্রবর্তী। তাঁর বক্তব্য, 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের জন্য একটি গান তিনি গেয়েছিলেন। তাঁর ধারণা ছিল সেই গানটি ব্যবহার করা হয়েছে। কিন্তু সিরিজ দেখে তিনি বুঝতে পারেন, তাঁর কণ্ঠে গানটি ব্যবহার করা হয়নি। জয়তী লেখেন, 'ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই। আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে।' এই ঘটনায় তিনি 'আঘাত পেয়েছেন' বলে পোস্টে জানান তিনি। একইসঙ্গে তাঁর প্রশ্ন, তাঁর কণ্ঠ বাদ দিলে সেটা তাঁকে জানিয়ে দেওয়া কেন হল না! তাঁর কথায় ফেসবুক পোস্টের মাধ্যমে 'যাদের বলেছি যে "শুনবেন দেখবেন আমার গান আছে.... গানটি বড় ভাল..." এই মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা করলাম মাত্র...'।
তবে আলোচনা এখানেই থামেনি। পরদিন অর্থাৎ আজ ফের একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। গতকালের পোস্টের পর তাঁকে একাধিক সংবাদ সংস্থা থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলেননি বা ফোন ধরেননি বলে নিজেই জানান পোস্টে। তাঁর কথায়, 'আলোচনা করিনি, করতে চাইনি বলে'। তবে এবারের পোস্টে স্পষ্ট উত্তর সঙ্গীতশিল্পীর। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কারও বিরুদ্ধে কোনও প্রতিবাদ করা বা কাউকে নির্দেশ করে কিছু বলা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি তা করেননি। আজকের পোস্টেও তিনি ফের একবার বলেছেন, 'বক্তব্য ছিল আমাকে এই বাদ দেওয়ার কথাটি জানালে কী এমন অসুবিধে হত?'
প্রসঙ্গত, গতকালের পোস্টে তিনি এও জানান যে তাঁর কণ্ঠে গান ব্যবহার করা না হলেও তাঁর নাম দেখানো হয়েছে। ফলে যাঁর কণ্ঠে গানটি ব্যবহার করা হয়েছে, সেই শিল্পীর ক্ষেত্রেও বিষয়টি অপমানের! এছাড়াও উল্লেখ্য, দুটি পোস্টেই জয়তী চক্রবর্তী বলেছেন, এই সিরিজটি দেখতে, 'খুব ভাল সিরিজ। সকলে দেখলে নিশ্চয়ই সমৃদ্ধ হবেন।'
জয়তী চক্রবর্তীর দ্বিতীয় পোস্ট থেকেই জানা যাচ্ছে, পরবর্তী এপিসোডে তাঁর গান থাকবে বলে জানানো হয়েছে। তাঁর কথায়, 'এতটা জল ঘোলা হবে ভাবিনি এবং পরবর্তী এপিসোডে আমার গানটি থাকবে এসব বলা হবে এমন আশাও করিনি। মনে হল খানিকটা সান্ত্বনা পুরস্কারের মতো।' একইসঙ্গে তিনি এও পরিষ্কার করে লেখেন, 'এই সিরিজের ডিরেক্টর বা মিউজিক ডিরেক্টর বা যিনি গেয়েছেন তাঁর প্রতি আমার কোনও অভিযোগ নেই, ছিলও না।'
আরও পড়ুন: Pathaan: তাঁর নাচে মুগ্ধ কিং খান, বললেন আগে জানলে দীপিকার জায়গার তাঁকেই নিতেন
এখন এই বিতর্কের রেশ চলতেই থাকবে নাকি অবসান ঘটবে শীঘ্রই তাইই দেখার। তবে এই বিতর্ক বা জল ঘোলার মধ্যে যে সঙ্গীতশিল্পী নিজে থাকতে চান না, তা বারবার নিজের পোস্টে স্পষ্ট করে দেন।