কলকাতা: কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন জোজো (Singer Jojo Mukherjee)। যাঁর গানে মুগ্ধ থাকেন আট থেকে আশি, সেই গায়িকা সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয়। যে ভিডিও তিনি পোস্ট করেন সেটি অত্যন্ত সাধারণ। কিন্তু ছেলের সঙ্গে পোস্ট করা সেই ভিডিওয় তীব্র কটাক্ষের (trolled on Facebook) শিকার হতে হয় তাঁকে। এবার সেই নিয়েই ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন শিল্পী। বললেন, 'শিল্পী না হলে আপনাদের জিভ টেনে ছিঁড়ে নিতাম। তারপর আমার যা হত দেখা যেত।' কিন্তু কী এমন বলা হল তাঁকে? কেন এত রেগে গেলেন জোজো?


সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জোজো, লাইভে এসে সপাট জবাব শিল্পীর


ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা জোজো। সেখানে দেখা যাচ্ছে অনুষ্ঠানের আগে মেকআপ করছেন গায়িকা। আর মায়ের মেকআপের সরঞ্জাম নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে তাঁর পুচকে ছেলে। ক্যাপশনে তিনি লেখেন, 'খালি মাম্মার জিনিস পছন্দ'। মজার মিষ্টি ভিডিও দেখে অনেকেই ভালবাসা পাঠিয়েছেন মা-ছেলেকে। তাঁদের খুনসুটি দেখেও আপ্লুত অনেকেই। কিন্তু সেখানেই কমেন্ট বক্স ভরেছে একাধিক কুমন্তব্যে। বেশিরভাগ ক্ষেত্রেই কটাক্ষের নিশানায় জোজোর একরত্তি ছেলে আদি। অনেকের কথায় সে যে জোজোর 'দত্তক পুত্র' তাও উঠে এসেছে। প্রবল আক্রমণের বিরুদ্ধে এবার মুখ খুললেন জোজো। 


এই ঘটনার দিন কয়েক পরে ফেসবুকে লাইভে আসেন জোজো। রীতিমতো কড়া ভাষায় জবাব দেন প্রত্যেকটি কটূ মন্তব্যের। জোজোর কথাতেই জানা যায়, কেউ কেউ ওই ভিডিওর কমেন্টে লেখেন, 'বাবা, আবার এদেরকেও দেখতে হবে?' জোজোর জবাব, 'অনেকেই বলেছেন যে এসব কমেন্ট পড়িস না, এড়িয়ে যা। কিন্তু আমি মনে করি এর প্রতিবাদ দরকার। কারণ যখন কেউ মৌখিক বা শারীরিক, যেভাবেই আক্রমণ করুন না কেন, যখন একটা বাচ্চাকে কিছু বলছেন সেটা চাইল্ড কমিশন অ্যাক্টে যাওয়া উচিত। আগের কমেন্টের জবাবে আমার কিছু শুভাকাঙ্খীর সঙ্গেও বচসা হয়েছে কমেন্ট বক্সে তাঁর।' জোজো বলছেন অপর একজন কমেন্ট করে লেখেন, 'বাবা, কী অবস্থা। ছেলে দত্তক নিলে একটা ভাল বাড়ির ছেলে নিতে পারতে। মানায়নি।' এই কমেন্ট রীতিমতো নিজের কাছে লিখে রেখেছেন জোজো। তাঁর কড়া জবাব, 'যিনি কমেন্ট করেছেন তিনি একজন মহিলা। আমি ওঁকে বলতে চাই, আমি ভাল বাড়ির ছেলে নিয়েছি না খারাপ বাড়ির, আপনার কী মশাই? আপনি বলার কে? আপনারা মানুষের পর্যায়ে পড়েন? মানে আপনার বাচ্চাকে যদি আমির খানের মতো দেখতে না হয়, তাহলে সে আপনার বাচ্চা নয়? আপনাদের মতো মহিলাদের জন্য অন্য মায়েরা বদনাম হন।' একরাশ ক্ষোভ প্রকাশের সঙ্গে জোজোর স্পষ্ট দাবি, 'মা শব্দটার সংজ্ঞা বদলে দিয়েছেন আপনাদের মতো মহিলারা। আমি আজ শিল্পী না হলে, কারণ শিল্পীদের অনেক কিছু করা বারণ থাকে, নয়তো এঁদের জিভ টেনে ছিঁড়ে নিতাম।' সেই সঙ্গে শিল্পীর হুঙ্কার, 'ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলে যান'।


 



আরও পড়ুন: Anupam-Prashmita Marriage: 'নতুন করে...' পথচলা শুরু, চার হাত এক হল অনুপম-প্রস্মিতার


জোজোর এই প্রতিবাদে তাঁর পাশে রয়েছেন তাঁর শুভাকাঙ্খী ও অনুরাগীরা। শিল্পীর শেষ পোস্টে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে গান গাইছেন তিনি, পাশে দাঁড়িয়ে ছোট্ট সন্তান। খানিক পরে মায়ের কোলে চড়েই সেও উপভোগ করছে অনুষ্ঠান। সেখানেও মা-ছেলের সম্পর্ককে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।