নয়াদিল্লি: তারকা গায়ক লাকি আলি (Lucky Ali) গুরুতর অভিযোগ আনলেন কর্নাটকের এক সিনিয়র আইএএস অফিসারের (Senior IAS Officer) বিরুদ্ধে। IAS অফিসার রোহিণী সিন্দুরীর বিরুদ্ধে বেআইনিভাবে জমি জবরদখলের অভিযোগ আনলেন গায়ক। ঘটনা বেঙ্গালুরুর (Bengaluru)।


IAS অফিসারের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ লাকি আলির


কর্নাটকের উচ্চপদস্থ আইএএস অফিসার রোহিণী সিন্দুরীর বিরুদ্ধে বেঙ্গালুরুর শহরতলিতে ট্রাস্টের জমি বেআইনিভাবে জবর দখলের অভিযোগ আনলেন তারকা গায়ক। কর্নাটকের লোকযুক্ত পুলিশ স্টেশনে ৬৫ বছর বয়সী গায়ক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ রোহিণী সিন্দুরী ও তাঁর পরিবারের লোকজন সরকারি সম্পত্তির অপব্যবহার করছেন। ইয়েলাহাঙ্কার কেঞ্চেনাহালি এলাকায় বেআইনিভাবে জমি দখল করে রেখেছেন ওই অফিসার, অভিযোগ এমনই। 


নিজের এক্স হ্যান্ডলে করা একটি পোস্ট লাকি আলি দাবি করেছেন যে রোহিণী সিন্দুরী, তাঁর স্বামী সুধীর রেড্ডি ও দেওর মধুসূদন রেড্ডির সঙ্গে হাত মিলিয়ে 'গুচ্ছ টাকার বিনিময়'-এ 'জমি দখল' করছেন বেআইনিভাবে। কর্নাটক লোকযুক্ত অ্যাক্ট ১৯৮৪-এর সেকশন ৭-এর অধীনে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানে প্রশাসনিক গাফিলতির কথাও উল্লেখ করা হয়েছে। 


 






আরও পড়ুন: Anupam Kher Office Robbery Case: অনুপম খেরের অফিসে ডাকাতি, মুম্বই পুলিশের জালে ২


উল্লেখ্য, এই জমি বিবাদ অনেকদিন ধরেই চলছে গায়ক ও ওই অফিসারের মধ্যে। নিজের পরিবারের ট্রাস্টের জমি নিয়ে অভিযোগের ফয়সলা করতে এবার আইনি পথ বাছলেন লাকি আলি।                                                                                                                                                   


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।