মুম্বই: অনুপম খেরের অফিসে তালা ভেঙে ঢুকে ডাকাতির (Anupam Kher Office Robbery) অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ (Mumbai Police)। বুধবার রাতে বলিউড অভিনেতার অফিসে ডাকাতির ঘটনা ঘটে। FIR দায়ের করা হয়। আন্ধেরি ওয়েস্টের বীরা দেসাই রোডে অবস্থিত অভিনেতার অফিস। (2 Arrested)


অনুপম খেরের অফিসে ডাকাতি, গ্রেফতার ২


অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটে গত বুধবার রাতে। প্রায় ৪ লক্ষের অধিক নগদ ও একাধিক সিনেমার নেগেটিভ চুরি হয়ে বলে দাবি করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে ২ জনকে। মাজিদ শেখ ও মহম্মদ দালের বাহরিম খান নামক ২ অভিযুক্তকে মুম্বইয়ের যোগেশ্বরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তই 'সিরিয়াল চোর' হিসেবেই পরিচিত যারা শহরের একাধিক অংশে অটোরিক্সা ব্যবহার করে এই অপরাধমূলক কাজ করে বেড়ায়, দাবি পুলিশের। 


মুম্বই পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা জোর করে অভিনেতার অফিসে রাতের অন্ধকারে ঢুকে পড়ে এবং নগদের পাশাপাশি একাধিক মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। 


অনুপম খের তাঁর পোস্টে লেখেন, 'গোটা ঘটনায় দুই অপরাধী জড়িত। দুটো দরজা ভেঙে তারা ঢুকে পড়ে এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে একটি সেফ তুলে নিয়ে যায়, যেটা ওরা খুলতে পারেনি। একইসঙ্গে এই সংস্থার প্রযোজিত একটি ছবির সমস্ত নেগেটিভ নিয়ে গিয়েছে, যেগুলো একটা বাক্সে রাখা ছিল।' তিনি এও জানান যে তাঁর অফিসের তরফে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) দায়ের করা হয়েছে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে শীঘ্রই অপরাধীদের ধরা হবে, জানান অভিনেতা। 


 






আরও পড়ুন: Shreya-Srijato: 'পুষ্পা ২'-র গানের লাইন বদলানোর অনুরোধ শ্রেয়ার, কথা রাখতে কী করেছিলেন শ্রীজাত?


তিনি লেখেন, 'আমাদের অফিস একটি এফআইআর করেছে। এবং পুলিশ আশ্বাস দিয়েছে যে চোরেদের দ্রুত পাকড়াও করা হবে।' অনুপম খের এও জানান যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে ডাকাতির পর অপরাধীরা চুরির মাল সমেত একটি অটোরিক্সা করে চম্পট দেয়। সেই অটোরিক্সাকে সনাক্ত করলে চোরেদের ধরতে সুবিধা হতে পারে বলে আশা করছেন তাঁরা। কাজের ক্ষেত্রে, অনুপম খেরকে এরপর 'তনভি দ্য গ্রেট' ছবিতে দেখা যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।