মুম্বই:  একটি রিয়েলিটি শোয়ের বিশেষ পর্বের শ্যুটিংয়ের সময় আচমকাই এক নাবালিকা প্রতিযোগীকে রং মাখিয়ে ঠোঁটে চুম্বন করার অভিযোগ উঠল গায়ক পাপনের বিরুদ্ধে। ফেসবুক লাইভে সেই ঘটনা লেন্সবন্দিও হয়ে যায়। পাপনের এধরনের কাণ্ডকে অশালীন হিসেবে ব্যাখ্যা করে গায়ক ও সুরকারের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভুঁইয়া।

প্রসঙ্গত, রিয়েলিটি গানের শো ভয়েস ইন্ডিয়া কিডস-এ শান এবং হিমেশ রেশমিয়ার সঙ্গে বিচারক আসনে রয়েছেন পাপন। মঙ্গলবার, ওই শোয়ের একটি হোলির পর্ব শ্যুট হচ্ছিল। নিজের ফেসবুক পেজে তার লাইভও করেন পাপন। সেই সময়ই আচমকা দেখা যায়, এক নাবালিকা প্রতিযোগীকে রং মাখিয়ে অশালীন ভাবে চুম্বন করলেন পাপন। এরপরই শীর্ষ আদালতের ওই আইনজীবী প্রতিবাদ করেন। তাঁর দাবি, এধরনের ঘটনা থেকে বিভিন্ন রিয়েলিটি শোয়ে যোগদানকারী শিশুদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল।

অসমের এই গায়ক 'বরফি', 'বেফিকর', 'সুলতান', 'দম লগা কে হাইসা'র মতো একাধিক ছবিতে গান গেয়েছেন এবং প্রতিটিই যথেষ্ট জনপ্রিয়। আপাতত পাপন, যাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি।

সেই ফেসবুক লাইভের বিতর্কিত অংশটি দেখুন