কলকাতা: গান শুনতে নিশ্চয়ই খুব পছন্দ করেন। খোঁজ করেন নতুন ভালো বাংলা গান? তাহলে নিশ্চয়ই শুনে ফেলেছেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের (Raghab Chatterjee) কথা ও সুরে 'কী ভালো গান...ভরে দিল প্রাণ..' । আর যদি না শুনে থাকেন, তাহলে অবশ্যই শুনে নিন। পুজোর সময় সামান্য সময়তেই গানটি তৈরি করেছেন রাঘব। বলছিলেন, 'সবসময় নতুন প্রজন্মের শিল্পী, মিউজিশিয়ানদের জন্য প্রেরণা দেওয়ার মতো কিছু করতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই মনে হল তাহলে একটা ভাল গান তৈরি করা যাক। খুব অল্প সময় ভেবে নিয়েই গানটা লিখে ফেললাম আর সুর দিয়ে ফেললাম। এ গান তরুণ প্রজন্মের শিল্পী এবং শ্রোতাদের পছন্দ হলে ভাল লাগবে।'


আরও পড়ুন - Sudha Chandran Appeals: কৃত্রিম পা খুলে দেখাতে হয় প্রতিবার! সুধা চন্দ্রনের মানবিক আর্তি প্রধানমন্ত্রীর কাছে


আরও পড়ুন - The Big Picture Show: দীপিকা থাকতেও অর্জুন কপূরের জন্য মন ধুকপুক করে রণবীর সিংহের!


রাঘব চট্টোপাধ্যায়ের 'কী ভালো গান, ভরে দিল প্রাণ' রিলিজ করেছে রুহ মিউজিক কোম্পানি থেকে। এই গানের মিউজিক ভিডিওটাও তৈরি করা হয়েছে একেবারে শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের বাড়ি নৈহাটিতেই। নৈহাটির সরকার বাড়িতেই শুট করা হয়েছে মিউজিক ভিডিওটির। আরও মজার কথা এই মিউজিক ভিডিওতে রাঘব চট্টোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছে তাঁর স্ত্রী এবং দুই সন্তান আনন্দী এবং আহীরিকে। এছাড়াও মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে রাঘব চট্টোপাধ্যায়ের মিউজিক মাইন্ড অ্যাকাডেমির শিক্ষার্থীদের। 


আরও পড়ুন - Taapsee Pannu on KBC 13: তাপসী পান্নুকে নিয়ে প্রশ্ন সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীর, উত্তর কি দিতে পারলেন বিগ বি?


আরও পড়ুন - Emraan Hashmi on Dybbuk: ভূতে বিশ্বাস করেন? 'ডিবুক' ছবির ট্রেলার লঞ্চে ইমরান হাসমি ফাঁস করলেন গোপন কথা


তাঁর ব্যান্ডের মিউজিশিয়ানরাই এই গানে বাজিয়েছেন। 'কী ভালো গান, ভরে দিল প্রাণ'-এর মিউজিক ভিডিওটি চিত্রগ্রহণ এবং সম্পাদনা করেছেন সৌরভ সাহা। ইতিমধ্যে যাঁরা গানটি শুনেছেন, তাঁরা প্রশংসাই করেছেন। আগামীদিনেও ব্যস্ত সময়ের মাঝে সুযোগ পেলেই এমন কাজ আরও করবেন রাঘব চট্টোপাধ্যায়। যাতে নতুন শিল্পীরা প্রেরণা পায়।