সঞ্চালক গ্রাহাম নর্টন রিহানার গ্লাস চুরির একের পর এক ছবি দেখিয়ে তাঁকে অপ্রস্তুত করে দেন। নার্ভাসভাবে ফ্যাকাসে হাসি হাসতে হাসতে রিহানা শুধু বলতে পারেন, অন্তত এক ক্ষেত্রে হোটেল থেকে নেওয়া গ্লাস ফেরত দিয়েছিলেন তিনি। নর্টন তো এ কথাও বলে দেন, যে রিহানার মধ্যে অপরাধের প্রবণতা রয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়া অন্যান্যদের এ কথা বলে সতর্ক করে দেন তিনি।
[embed]
শুধু মেয়েদের নিয়ে তৈরি একটি ছবিতে রিহানা কম্পিউটার হ্যাকারের চরিত্র করছেন। নিজের চুরির দৃশ্য দেখে ঘাবড়ে যাওয়া গায়িকা বলেন, আমার মাও এগুলো দেখতে পাবে!