মুম্বই: জন্মের পর প্রথমবার প্রকাশ্যে এনেছেন ছেলের ছবি, ঘোষণা করেছেন নামও। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল পুত্রের নামের বানান নিয়ে রীতিমত ধন্দ তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। অবশেষে মুশকিল আসান করলেন, শ্রেয়া নিজেই।


বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। সেখানে দেখা গিয়েছে, লাল পোশাকে ছেলেকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছেলের দিকে। পাশেই শিলাদিত্য। শ্রেয়া লিখেছেন, 'আলাপ করিয়ে দিই, ও দেবয়ান মুখোপাধ্যায়। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর যখন ওকে প্রথমবার দেখি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।'


ছবিতে স্পষ্ট নয় শ্রেয়ার ছেলের মুখ। তবুও সেই ছবি ঘিরে উচ্ছসিত শ্রেয়ার অনুরাগীরা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় মিষ্টি সেই পরিবারের ছবি। আর সেইসঙ্গে শ্রেয়ার পুত্রের নাম, Devyaan। হ্যাঁ, ছেলের নামের এই বানানই লিখেছিলেন শ্রেয়া। হিন্দি ও ইংরাজীতে এই নামের বানান নিয়ে কোনও সমস্যা না থাকলেও, বাঙালিরা অনেকেই বুঝে উঠতে পারেননি নামটা। কাজেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে Devyaan নামের বিভিন্ন বাংলা বানান।


পরিস্থিতি বুঝে মুশকিল আসান করেন গায়িকা নিজেই। একটি ট্যুইটে জানতে চাওয়া হয়েছিল, Devyaan নামের সঠিক বাংলা বানান কী? 1. দেবায়ন, 2. দেবযান, 3. দেবয়ান, 4. দেব্যান। এই ট্যুইটটিকে রিট্যুইট করে শ্রেয়া লেখেন, 'আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান - দেবয়ান।' শ্রেয়ার ট্যুইট দেখেই পরিষ্কার হয় একরত্তির নামের বানান।


গত ২২ মে মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রেয়া লেখেন, 'ভগবানে আশীর্বাদে আমাদের কোলে ছোট্ট পুত্রসন্তান এসেছে। এই আবেগ আগে কখনও অনুভব করিনি। শীলাদিত্য, আমি আর আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি। আশীর্বাদ আর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।'