কলকাতা: আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাঁর লেখনী বারবার মুগ্ধ করেছে ভারতবাসীকে। চিত্রপরিচালকদের এখনও রসদ যোগায় রবীন্দ্রনাথের কবিতা, গান, উপন্যাস, নাটক। তাঁর লেখনিকে উপজীব্য করে তৈরী হয়েছে বেশ কিছু ছবি। আজ তাঁর জন্মদিনে এক ঝলকে জেনে নিন সেইসব ছবির ঠিকানা।

  • চোখের বালি


রবীন্দ্রনাথের অন্যতম একটি উপন্যাস 'চোখের বালি'-র গল্প অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ। ঐশ্বর্য্য রাই বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটা রায়চৌধুরী অভিনীত এই ছবি দর্শকদের মন ছুঁয়েছিল। ২০০৩ সালে মুক্তি পায় এই ছবিটি। বিনোদিনীর ভূমিকায় ঐশ্বর্য্য রাইয়ের অভিনয় প্রশংসিত হয়েছিল।




  • ঘরে-বাইরে


সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিটি রবীন্দ্রনাথের ঘরে-বাইরে উপন্যাসের অবলম্বনে তৈরী।  রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে মানসিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েনের গল্প বলে এই উপন্যাস। ভিক্টর ব্যানার্জী, স্বাতিলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি  'বেস্ট ফিচার বেঙ্গলি ফিল্ম' হিসাবে ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল।



  • চার অধ্যায়


কুমার সাহানি পরিচালিত এই ছবিটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। প্রধান চরিত্র এলা-র জীবনকে নিয়েই আবর্তিত হয়েছে গল্পের বিভিন্ন চরিত্র ও ঘটনা। অন্ধ জাতীয়তাবোধ, পুরুষের জীবনে নারীর স্থান ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন তোলে এই ছবি।



  • চতুরঙ্গ


রবীন্দ্রনাথের প্রায় সব উপন্যাসেই ছিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত। এর থেকে বাদ যায়নি চতুরঙ্গও। সামাজিক অবস্থা, সম্পর্কের পারস্পরিক দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে পর্দায় সফলভাবে ফুটে উঠেছিল চতুরঙ্গের গল্প।

  • তাসের দেশ


তাসের দেশ রবীন্দ্রনাথের লেখা একটি নৃত্যনাট্য। অদ্ভুত এক নিয়মের দেশের নিয়ম ভাঙার ঘটনাই ছিল তাসের দেশের গল্প। সেই গল্পের সঙ্গে বর্তমান সময়ের কল্পনা মিলিয়ে তৈরী হয়েছে তাসের দেশ ছবিটি। ২০১৩ সালে মুক্তি পায় তাসের দেশ।



  • চারুলতা


সত্যজিৎ রায় নিজে একবার বলেছিলেন, চারুলতা নাকি তাঁর সবচেয়ে প্রিয় ছবি। মাধবী, সৌমিত্র অভিনীত এই ছবিটি। এক গৃহবধূর মানসিক উপলদ্ধি, স্বামীর সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক ঘটনার সার্থক সমন্নয়ে এই ছবিটি সিনেপ্রেমীদের অত্যন্ত প্রিয়। এই ছবির গল্প রবীন্দ্রনাথের নষ্ট নীড় উপন্যাস অবলম্বনে।



এছাড়াও 'নৌকাডুবি' বা আরও অন্যান্য উপন্যাসের গল্প বারবারই আকর্ষণ করেছে পরিচালকদের। তাই রুপোলি পর্দায় আজও গল্প বলে যান রবীন্দ্রনাথ।