মুম্বই: বলিউডে পা রাখার প্রথম দিনগুলোয় চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে অশালীন প্রস্তাব পেতেন শার্লিন চোপড়া। কিন্তু প্রথম প্রথম সে সব বুঝতেই পারতেন না তিনি। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন শার্লিন।
লকডাউনের মধ্যে ইনস্টাগ্রাম লাইভে সাক্ষাৎকার দেন শার্লিন। বলেন, কোনওরকম সোর্স ছাড়াই ছবির জগতে পা রাখার চেষ্টা করেন তিনি। তখন তিনি কেউ নন, কেউ চেনে না তাঁকে। ছবি নির্মাতাদের কাছে যেতেন, ভাবতেন, তিনি নিজের মধ্যে যে প্রতিভার ঝলক দেখেছেন, তাঁরাও তা দেখতে পাবেন। পোর্টফোলিও নিয়ে যেতেন তিনি, আর তাঁরা বলচেন, আচ্ছা ঠিক আছে, ডিনারে দেখা হবে তাহলে। তিনি অবার হয়ে ভাবতেন ডিনারের কথা উঠছে কেন। সেই ডিনারের আবার সময় পড়ত রাত ১১টা-১২টার সময়। সে সময় তিনি কিছু বুঝতেন না।
ডিনার মানে ওই প্রযোজক-পরিচালকরা যে অন্য কিছু বোঝাতে চেয়েছেন তা বুঝতেন না শার্লিন। ৪-৫ বার এক ঘটনার পর তিনি বোঝেন, ডিনার শব্দের আসল অর্থ। তখন থেকে এ ধরনের প্রস্তাব এলে তিনি আর চুপ করে থাকতেন না। তাঁকে কেউ ডিনারের কথা বললেই তিনি বলতেন, আমি ডিনার টিনার করি না, আমার ডায়েট চলছে। আপনি ব্রেকফাস্ট, লাঞ্চে ডাকুন বরং।
তখন থেকে ডিনারে যাওয়ার কথা বলা বন্ধ হয়ে যায়। শার্লিন জানিয়েছেন।
কেরিয়ারের শুরুতে ছবি নির্মাতারা অশালীন প্রস্তাব দিতেন, কী বলতেন শার্লিন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2020 08:11 AM (IST)
ডিনার মানে ওই প্রযোজক-পরিচালকরা যে অন্য কিছু বোঝাতে চেয়েছেন তা বুঝতেন না শার্লিন। ৪-৫ বার এক ঘটনার পর তিনি বোঝেন, ডিনার শব্দের আসল অর্থ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -