কিন্ত এই পোস্টটাই তেমন ভালভাবে নেননি টুইটারাইটরা। তাঁরা নানা ধরনের আক্রমণাত্মক বার্তা টুইট করতে থাকেন ঋষির উদ্দেশ্যে।
তবে টুইটারাইটদের আক্রমণের পাল্টা জবাব দিতে ছাড়েননি ঋষি। তাঁর স্পষ্ট জবাব, ‘আমার টুইটার পেজে আমার মন্তব্য করার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমার মন্তব্য পছন্দ না হলে, আমাকে নিজেদের তালিকা থেকে মুছে দিন, যেমন আমি করে থাকি’। তাঁর আরও প্রশ্ন, মানুষ সাধারণ মজার বিষয়কে মজা হিসেবে না নিয়ে কেন এত নীতিপরায়ণ সমালোচনাসূলভ মন্তব্য করেন, তিনি বুঝতে পারেন না।