Entertainment News: টেলিভিশন দুনিয়ায় ফের পা রেখেছেন স্মৃতি ইরানি। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2) হাত ধরে অনুরাগীরা আবারও তাঁকে দেখতে পাচ্ছেন ছোটপর্দায়। নস্টালজিয়ায় আক্রান্ত অনুরাগী মহল। আর এর পাশাপাশি এই ধারাবাহিকের জন্য স্মৃতি ইরানির পারিশ্রমিকের অঙ্ক (Smriti Irani) শুনলে চমকে যাবেন আপনি। একটি সাক্ষাৎকারে স্মৃতি নিজেই স্বীকার করেছেন যে টেলিভিশন দুনিয়ায় তিনিই এখন সবথেকে বেশি পারিশ্রমিকে কাজ করা অভিনেত্রী। ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেত্রী রূপালি গাঙ্গুলি এবং হিনা খানের থেকেও পারিশ্রমিক বেশি স্মৃতি ইরানির। প্রতি পর্বের জন্য কত টাকা নিচ্ছেন অভিনেত্রী ?
রিপোর্ট অনুসারে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের প্রতিটি পর্বের জন্য ১৪ লক্ষ টাকা নিচ্ছেন অভিনেত্রী স্মৃতি ইরানি। একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্মৃতি ইরানি এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে তিনিই এখন টেলিভিশন দুনিয়ায় সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ২৫ বছর আগে ২০০০ সালে এই ধারাবাহিকে তুলসী চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন স্মৃতি ইরানি, তখন থেকে সংগ্রাম করে আজ টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রীর এই যাত্রাপথ সম্পর্কে অভিনেত্রী জানান, ‘নম্বর আর রেভিনিউর দিক থেকে আপনি যদি ইতিহাস তৈরি করতে পারেন, তাহলে কেন আপনি পারিশ্রমিকের ক্ষেত্রেও বেঞ্চমার্ক তৈরি করবেন না ? অনেকেই জানেন না যে আমাদেরকেও কর্মচারীর মত কন্ট্রাক্টের সময় দর কষাকষি করতে হয়। আমি একটি ইউনিয়নের অংশ, তাই আমি প্রথমেই আমার ইউনিয়ন নম্বর রেজিস্টার্ড করে নিই। আর এই সবের মধ্যে থেকে একা আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমি শুধু পারিশ্রমের অসাম্য দূর করেছি তাই নয়, ছেলে মেয়ের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিভেদও দূর করেছি। আমি আজ যা আয় করি তা আমার কঠোর পরিশ্রমের ফসল।’
২০০০ সালে একতা কাপুর যখন প্রথম তাঁর এই ধারাবাহিক সম্প্রচার করতে শুরু করেন, তখন স্মৃতি প্রতি পর্বের জন্য ১৮০০ টাকা পারিশ্রমিক নিতেন। এই ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর পারিশ্রমিক ধীরে ধীরে ৮ হাজার টাকা, পরে ৩৫ হাজার টাকা এবং পরে ৫০ হাজার টাকায় উন্নীত হয় তাঁর পারিশ্রমিক। নির্মাতার জানিয়েছেন যে এই ‘কিঁউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকটি কেবলমাত্র ১৫০টি পর্বে হবে। ফলে প্রতি পর্বে ১৪ লক্ষ টাকা করে পারিশ্রমিকের হিসেবে স্মৃতি ইরানি মোট ২১ কোটি টাকা আয় করবেন। ২৯ জুলাই স্টার প্লাস এবং জিও সিনেমায় এই ধারাবাহিকের বহু-প্রতীক্ষিত সিকোয়েলের প্রিমিয়ার সম্প্রচারিত হয়।