কলকাতা: ২০২০ সালের ১৪ই জুন ইহজগত ত্য়াগ করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্য়ু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। মৃত্য়ুশোকে ভেঙে পড়েছিলেন আপামর অনুরাগীরা। এবার স্মৃতি ইরানির স্মৃতিচারণায় উঠে এল সুশান্তের কথা। স্মৃতি জানান, সুশান্তের মৃত্য়ু বড় ক্ষতি। এপ্রসঙ্গে তিনি আরও বলেন, সুশান্তের মৃত্য়ুর পর শোকে আছন্ন হয়ে পড়েন বন্ধু অভিনেতা অমিত সাদ। গভীর ডিপ্রেশনেও চলে যান অমিত। সেইসময় মানসিকভাবে তাঁর পাশে দাঁড়াতে ছয় ঘণ্টা ফোনে কথা বলেছিলেন স্মৃতি।
প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় । সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে এখনও। কিছুদিন আগেই যে হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল, সেখানকার এক মর্গকর্মীর বিস্পোরক সাক্ষাৎকার সামনে আসে। তাঁর দাবি, অভিনেতা দেহ দেখে তাঁর আত্মহত্যা মনে হয়নি। বরং মনে হয়েছিল যে, তাঁকে খুন করা হয়েছে। কিছুদিন আগে, সুশান্ত মৃত্যু মামলায় (Sushant Singh Rajput Death Case) নতুন তথ্য সামনে এসেছিল। কুপার হাসপাতালের মর্গের এক কর্মী মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমের কাছে। তিনি দাবি করেছিলেন যে, তিনি অভিনেতা মৃতদেহ দেখেছিলেন। দেহ দেখে তাঁর মনে হয়নি যে, সুশান্ত আত্মহত্যা করেছেন বলে। বরং, দেহের আঘাত দেখে তাঁর মনে হয়েছে যে, খুন করা হয়েছে অভিনেতাকে। এই বক্তব্যে মুখ খুলেছিলেন সুশান্তের দিদি শ্বেতাও।
আরও পড়ুন...
'পিঁজরাপোল'-র রহস্য সমাধানে সফল অনির্বাণ?পাকিস্তানের সমুদ্রসৈকতে SRK-র ছবি, একনজরে বিনোদনের খবর
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুশান্তের ছবির সঙ্গে একটি লেখা পোস্ট করেছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি। নিচে লেখা ছিল, 'সুশান্ত সিংহ রাজপুত খুন হয়েছেন- বিস্ফোরক দাবি ময়নাতদন্ত করা কর্মীর'। সঙ্গে তিনি লিখেছিলেন, 'যদি এই তথ্য এক বর্ণও সত্যি থাকে, তাহলে সিবিআইয়ের কাছে আর্জি জানাবো যে, বিষয়টি খতিয়ে দেখতে। আমরা সবসময়ই বিশ্বাস করি যে, আপনারা সততার সঙ্গে তদন্ত করবেন। এবং আমাদের সত্যিটাই জানাবেন। আমাদের হৃদয়ে যন্ত্রণা হচ্ছে সত্যি ঘটনা জানার জন্য।' সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে সঠিক বিচার হোক, এমন কথাও লিখেছিলেন হ্যাশট্যাগে।
সুশান্ত সিংহ রাজপুতের অন্যতম জনপ্রিয় ছবি 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' (MS Dhoni: The Untold Story)। সেই ছবির সহ-অভিনেত্রী কিয়ারা আডবাণীই (Kiara Advani) একবার ফাঁস করেছিলেন সুশান্তের ঘুমের রুটিন। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান যে সুশান্ত খানিক 'ইনসমনিয়াক', অর্থাৎ ঘুম কমের অভ্যাস আছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও সেটে কখনও তাঁকে ক্লান্ত লাগত না।