মুম্বই: টেলিভিশনের ‘কুইন’ বলা হতো একসময়। রাজনীতিতেও চুটিয়ে ইনিংস খেলেছেন। বর্তমানে অভিনয়, রাজনীতি, দু’টোই সামলাচ্ছেন। সংবাদমাধ্যমের সামনে প্রায়শই দেখা যাচ্ছে তাঁকে। আর তাতেই চমকপ্রদ তথ্য় সামনে আনলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি। জানালেন, একবার তাঁর সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খেতে হয় সলমন খানকে। (Smriti Irani)
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দেন স্মৃতি। আর তাতেই স্মৃতিচারণ করতে বসেন তিনি। সলমন ও তাঁর পরিবারের সঙ্গে নিজের সংযোগের কথা তুলে ধরেন স্মৃতি। এমনকি তাঁর সামনেই সলমনকে বাবা সেলিম খানের কাছে বকুনি খেতে হয়েছিল বলে জানান স্মৃতি। (Salman Khan)
অভিনয় জীবনে প্রবেশের কাহিনি তুলে ধরতে গিয়ে ওই সাক্ষাৎকারে স্মৃতি বলেন, “সেন্ট জেভিয়ার্সে একসঙ্গে পড়তেন সলমন এবং আমার স্বামী। ওঁরা সহপাঠী ছিলেন। প্রথম বার জুবিন আমাকে সলমনের সঙ্গে যখন দেখা করতে নিয়ে যায়, সেখানে সেলিম খানও ছিলেন। উনি আমাকে বলেন, ‘তোমার স্বামী আমার ছেলের সঙ্গে মিলে কী করত জানো? লুকিয়ে আমার গাড়ি নিয়ে বেরিয়ে যেত ওরা’।” স্মৃতি আরও বলেন, “আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম। মুখ ফিরিয়ে দেখি, সলমন এবং আমার স্বামী মাথা নীচু করে দাঁড়িয়ে।”
শাহরুখের সঙ্গে কী অভিজ্ঞতা হয়, তাও জানান স্মৃতি। তিনি বলেন, “স্বামীর দৌলতেই শাহরুখের সঙ্গে আলাপ হয় আমার। ওদের পরিচয় ছিল। আমি দেখা করানোর জন্য বলতাম বার বার। আসলে উনিই (শাহরুখ) আমাকে প্রথম বলেন, ‘বিয়ে কোরো না। আমি বলছি বিয়ে করিস না’। আমি বলেছিলাম, ‘ভাই, অনেক দেরি হয়ে গিয়েছে’।”
শাহরুখের সঙ্গেই প্রথম বার শট দেন বলেও জানিয়েছেন স্মৃতি। তিনি জানিয়েছেন, আজিজ মির্জার পরিচালনায় শাহরুখ এবং জুহি চাওলা একটি ছবি করছিলেন। ওই ছবিতেই প্রথম বার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ‘রাজা কি রানি’ ছবির ‘রাজা কো রানি সে’ গানে মনীষা কৈরালা যে কালো রংয়ের পোশাক পরেছিলেন, তিনি সেটিই পরেছিলেন। সেটি পরে দাঁড়াতে বলা হয়েছিল তাঁকে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করেন স্মৃতি। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে জুবিনকে চিনতেন তিনি। পার্কিং লটে বিয়ে সারেন তিনি। আগের পক্ষের মেয়ে যে জীবনে খুব গুরুত্বপূর্ণ, তা গোড়াতেই তাঁকে জানিয়ে জেন জুবিন। তিনিও জানিয়ে দেন, বিয়ের পর কাজ চালিয়ে যেতে চান। পর দিন 'তাজ' হোটেলে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। এর পর শ্যুটিংয়ে বেরিয়ে যান স্মৃতি। নিজের কাজে সিডনি উড়ে যান জুবিন। স্মৃতি এবং জুবিনের এক ছেলে, জোহর, এক মেয়ে, জোইশ। প্রথম স্ত্রী মোনার সঙ্গে জুবিনের এক মেয়ে রয়েছে, শানেল।