হাজির বলিউড, রাষ্ট্রীয় মর্যাদায় শশী কপূরের শেষকৃত্য সম্পন্ন
প্রায় এক ডজন পুলিশকর্মী প্রয়াত অভিনেতার দেহকে তেরঙায় মুড়ে দেন। পরে, তিনবার গান স্যালুট দেওয়া হয় শশী কপূরকে।
প্রথা শেষ হওয়ার পর তেরঙা সরিয়ে নেওয়া হয়। এরপর পালিত হয় এক মিনিটের নীরবতা।
পৌনে ১২টা নাগাদ অভিনেতা-প্রযোজের নিথর দেহ জুহুর বাসভবন থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়।
অনেকেই ছাতা ও রেনকোট চাপিয়ে উপস্থিত হন অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।
সাইক্লোন অক্ষী-র ভ্রুকুটি উপেক্ষা করে বহু মানুষ জড়ো হন তাঁদের প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানাতে।
এদিন শশী কপূরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। দুপুর ১২টা নাগাদ সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।
শশী কপূরের মৃত্যুতে শোকাচ্ছন্ন টিনসেল টাউন। সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়ও।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালিসিসও।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজনৈতিক নেতা রামদাস আটাওয়ালে।
উপস্থিত ছিলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা, পূনম ধিল্লোঁ, শক্তি কপূর, সুরেশ ওবরয়ে, সরোজ খান প্রমুখ।
উপস্থিত ছিলেন জাভেদ আখতার, সেলিম খান।
উপস্থিত ছিলেন পরিচালক শ্যাম বেনেগাল, অভিনেতা সেফ আলি খান, নাসিরুদ্দিন শাহ, অনিল কপূর, আমির খান, হনশন মেটা, নন্দিতা দাস, লারা দত্ত, মহেশ ভূপতি।
কপূর পরিবারের সদস্যদের সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ বলিউডের আরও বহু তারকা উপস্থিত ছিলেন শশী কপূরকে শেষ শ্রদ্ধা জানাতে।
চলে গেলেন শশী কপূর। মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তাঁর শেষকৃত্য।