তাহলে এই হল বিদ্যা বালনের বেঙ্গল-কানেকশন...
বিদ্যা জানান, যখন তিনি কলকাতায় আসেন, তখন কখনই নিজের ঘরের অভাব অনুভব করেন না। এমনকী, 'তিন' ও 'কাহানি-২' শ্যুটিংয়ের সময় কলকাতায় ছিলেন তিনি। ফলে, এসবের জন্যই বিদ্যা বালনকে বাঙালি হিসেবেই দেখেন তাঁর অনুগামীরা।
'পরিনীতা'-র পর 'কাহানি' ছবিতেও একজন বাঙালি অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেন, যিনি নিজের স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করে বদলা নেন।
শ্যুটিংয়ের জন্য কলকাতায় বারবার আসতে হয়েছিল। সেই সময় বিদ্যা জানিয়েছিলেন, বাংলা তাঁর দ্বিতীয় ঘর।
বলিউডে যখন পা রেখেছিলেন বিদ্যা, সেই সময় তাঁকে বাঙালি চরিত্রে বেশ ভাল মানিয়েছিল।
কিন্তু জানেন কি, কেন বিদ্যাকে লোকে তাঁরে বাঙালী মনে করে থাকেন..
২০০৩ সালে বলিউডের প্রথম ছবিতে অভিনয় করেন বিদ্যা। ছবির নাম 'পরিনীতা'। সেখানেও একটি বঙ্গতনয়ার চরিত্রে অভিনয় করেন তিনি।২০১৬ সালে মুক্তি পাওয়া 'তিন' ছবিতেও তিনি বাঙালি মহিলার চরিত্রে অভিনয় করেন।
অভিনেত্রী বিদ্যা বালনকে দেখে অনেকেই মনে করেন, যে উনি বাঙালি। বিদ্যার দাবি, লোকের এই ধারনা তাকে আনন্দ দেয়। প্রসঙ্গত, বাংলা ছবি 'ভালো থেকো' দিয়ে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন বিদ্যা বালন।