শাড়ি পরেছেন, ইদের উল্লেখ করেননি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ধিক্কৃত সোহা আলি খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2017 07:43 AM (IST)
মুম্বই: নিজের বেবি শাওয়ারের ছবি সাধ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোহা আলি খান। জানতেন না, সে জন্য তাঁকে তীব্রভাবে ধিক্কৃত হতে হবে। স্বামী কুনাল খেমুর সঙ্গে ঝকঝকে গোলাপি শাড়িতে ছবি তোলেন সুন্দরী সোহা। খোঁপায় ফুলের মালা, কপালে টিপ। তারপরেই বেশ কয়েকজন তাঁকে গালমন্দ শুরু করেন। তাঁদের আপত্তি, মুসলিম সোহা নিজের টুইটে ইদের কথা লেখেননি কেন! অনেকের আবার পর্যবেক্ষণ, সোহা নির্ঘাত মুসলিম নন, তাই শাড়ি পরেছেন! বেবি শাওয়ারে অনুষ্ঠানে ছিলেন সোহা-কুনালের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। সমালোচকদের বিরুদ্ধে সোহা কিছু বলেননি, তবে অনুষ্ঠানের আরও ছবির কোলাজ পোস্ট করেন তিনি।