মুম্বই: মেয়ে ইনায়া নউমি খেমু এবং ভাইপো তৈমুর আলি খানকে নিয়ে ভীষণই চিন্তিত সোহা আলি খান। কারণ, মেয়ে ইনায়া এখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। কিন্তু বাজে নজর থেকে মেয়েকে আড়ালে রাখতে তাই অভিনেত্রী-লেখিকা সোহা ইনায়াকে কপালে কাজলের টিপ দিয়ে দেন। কথিত আছে, যেকোনও বাজে নজর থেকে বাঁচতে কাজলের টিকা ব্যবহার করতে। তাই সেলিব্রিটি মা হয়েও, নিজের সন্তানের সুরক্ষায় সোহাও একইরকমের সতর্ক।
শুধু ইনায়া নয়, এই একই চিন্তা তৈমুরকে নিয়েও রয়েছে সোহার।
তবে শুধু পাপরাৎজিরা নয়, সোহা নিজেও ইনায়া-তৈমুরের খেলার ছবি দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেসময়ই সোহাকে অনেকে এই বাজে নজরের বিষয় সতর্ক করেন। তারপর থেকেই মেয়ে ও ভাইপোকে নিয়ে চিন্তায় শর্মিলা কন্যা এবং সেফ আলি খানের বোন। এছাড়াও সোহার ফটোগ্রাফারদের কাছে আবেদন, বাচ্চাদের ছবি তোলার সময় এভাবে ফ্ল্যাশের ব্যবহার বন্ধ করতে হবে।
মেয়ে ইনায়া এবং ভাইপো তৈমুরকে ‘কুনজর’ থেকে বাঁচাতে কী করছেন সোহা জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2018 03:14 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -