দেখুন! টিম ইন্ডিয়ায় ফিরে এসে সুরেশ রায়নার গলায় কিশোর কুমারের গান
ABP Ananda, Web Desk | 12 Mar 2018 01:09 PM (IST)
মুম্বই: দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরেছেন সুরেশ রায়না। শনিবার কলম্বোয় দলের ক্রিকেটারদের গান গেয়ে শোনালেন তিনি। বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে তাদের সাইটে। তাতে দেখা যাচ্ছে, এক রেস্তোঁরায় কিশোর কুমারের গান গাইছেন রায়না, বাকি টিমের সামনে। ইয়ে শাম মস্তানি.. মদহোশ কিয়ে যায়ে- স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে দিব্যি গাইলেন রায়না, সুরতালে বিশেষ ভুলচুক হল না। নিজের ইনস্টাগ্রাম পেজে তিনিও পোস্ট করেছেন সেই ভিডিও। [embed]https://www.instagram.com/p/BgLqzKentyx/?utm_source=ig_embed[/embed]