বাবা সেলিম চেয়েছিলেন, সলমন ক্রিকেটার হোন, জানালেন সোহেল
ABP Ananda, Web Desk | 31 Jan 2017 10:27 AM (IST)
মুম্বই: সেলিম খানের ইচ্ছে ছিল, তাঁর তিন ছেলের একজন অন্তত ক্রিকেটার হোন। সলমন খান নাকি ভাল ক্রিকেট খেলতেনও। কিন্তু কপালে ছিল অভিনেতা হওয়া, কে খণ্ডাবে! টনি প্রিমিয়ার লিগের আসন্ন ক্রিকেট সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সেলিমের ছোট ছেলে সোহেল খান জানালেন এ কথা। তিনি জানিয়েছেন, সেলিম তাঁদের নিয়ে নিয়মিত খার জিমখানায় ক্রিকেট খেলাতে যেতেন। কিন্তু পেশাদার খেলোয়াড় হওয়া তাঁদের কারওরই হয়ে উঠল না। তবে সলমন, আরবাজ ও সোহেল- তিনজনই ক্রিকেট ভালবাসেন। এর আগে সলমনও বলেন, বাবা চেয়েছিলেন, তিনি দেশের হয়ে ক্রিকেট খেলুন। তিনি জানিয়েছেন, যথেষ্ট ভাল খেলতেন তিনি। কিন্তু বাবা যেদিন খেলা দেখতে আসেন, সেদিন ইচ্ছে করে খারাপ খেলেছিলেন। অভিনয়ের পাশাপাশি সোহেল পেশায় পরিচালক। যদি কোনও ক্রিকেটারের জীবনের ওপর ছবি করতে হয়, কাকে পছন্দ তাঁর? সেহেলের জবাব, প্রবাদপ্রতিম ক্রিকেটার আসেন যুগে যুগে, যেমন ডন ব্র্যাডম্যান, সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর আর এখন বিরাট কোহলি। এঁদের কারও ভূমিকায় তাঁর অভিনয় সম্ভব কিনা জানেন না, তবে অবশ্যই এঁদের কারও ওপর ছবি পরিচালনা বা প্রযোজনা করতে চাইবেন।