কলকাতা: অভিনয়ের শুরু একরত্তি বয়স থেকেই.. তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্দা কাঁপাচ্ছেন একাই। সেইসময়েই একটা মিষ্টি সংলাপে সবার মন ছুঁয়ে গিয়েছিলেন তিনি... ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব!’ তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে.. পর্দার বাইরেও সেই একরত্তির মামা হয়ে উঠেছিলেন প্রসেনজিৎ। অন্য ফ্লোরে শ্যুটিং চললেও তিনি ফাঁকা সময়ে পৌঁছে যেতেন সেই ছেলেটির কাছে.. তারপর গাড়িতে চাপিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই একরত্তিই এখন রুপোলি পর্দার নায়ক, প্রযোজক আবার গায়কও! নিজের প্রযোজনা সংস্থাকে ম্যাজিকে মুড়ে নিয়ে আসছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ছবির নাম 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। আর সেই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 


আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে বাবা-ছেলে মহেশ-রাহুলের ছবি ভাইরাল


 


প্রসেনজিৎ-সোহম রসায়ন


একসময় নায়ক প্রসেনজিৎতের চরিত্রে সোহম, আর এবার নায়ক সোহমের ছবিতে প্রসেনজিৎ! এবিপি লাইভের প্রশ্নে যেন একটু লজ্জাই পেলেন সোহম। একগাল হেসে বললেন, 'আমি একেবারেই এভাবে দেখি না বিষয়টাকে। আমার মনে এহল এটা আমার কাছে চরম প্রাপ্তি। কারণ যে মানুষটার কোলে পিঠে বড় হয়েছি, তিনি আমার ছবিতে কাজ করছেন। আমার সমস্ত জেদ, আল্লাদ সবটাই ছিল বুম্বা মামুর কাছে। ওনার হয়তো অন্য ফ্লোরে শ্যুটিং চলছে, আমার অন্য। আমার সেসময় মাটিতে পা পড়ত না। মামা শ্যুটিংয়ের বিরতিতে গাড়ি করে আমায় নিয়ে বেরিয়ে পড়তেন। আইসক্রিম খাইয়ে আনতেন। এভাবেই আদর পেয়েছি। তারপর, সোহম হিরো হয়ে ওঠার আগে যে দীর্ঘ লড়াইয়ের সময়টা গিয়েছে, টলিউডের ইন্ডাস্ট্রির (Tollywood Industry) থেকে সবসময় নৈতিক সমর্থনটা পেয়েছি। ওটাও খুব বড় আমার কাছে। এখনও যদি কোনও বিষয়ে ধন্দ্ব হয়, ওনাকেই প্রথম প্রশ্ন করি। যখন 'কলকাতার হ্যারি' ছবিটার জন্য বুম্বা মামুর কাছে আর্জি জানাই, উনি আমার কথা ফেলতে পারেননি। রাজি হয়ে যান। আমার কাছে 'কলকাতার হ্যারি' ছবিটার জন্য এটা বিশাল বড় একটা প্রাপ্তি।