কলকাতা: করোনা আক্রান্ত (Corona Positive) অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তাঁর পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন।
একের পর এক কোভিড কোপে বিপর্যস্ত টলিউড। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির ৬ তারকা। আজ কিছুক্ষণ আগেই ট্যুইট করেন সোহম। সেখানে তিনি লেখেন, 'আমি আর আমার পরিবারের বেশ কিছু সদস্য কোভিড পজিটিভ। আমরা সবাই বাড়িতেই আইসোলেশনে রয়েছি। প্রত্যেকে দয়া করে করোনাবিধি মেনে চলুন ও সুরক্ষিত থাকুন।'
করোনার কোপে কার্যত ঘায়েল টলিউড। একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব।
কার্যত ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে টলিউডের করোনা আক্রান্তের সংখ্যা। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পর করোনা আক্রান্ত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই।
Sachin Tendulkar on 83: ৮৩ দেখে মুগ্ধ সচিন, সেরা পাওনা, বলছেন রণবীর
অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) পর এবার করোনা আক্রান্ত অভিনেতা সাংসদ দেব অধিকারী (Dev)। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। দেব জানিয়েছেন, তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। প্রায় উপসর্গহীন হলেও অভিনেতার করোনা (corona) রিপোর্ট পজিটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছেন, 'সবার চিন্তার জন্য ধন্যবাদ। আমি করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। আমি কোভিড পজিটিভ এবং প্রায় উপসর্গহীন। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।' এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুক্মীণি জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সেইসঙ্গে তিনি লেখেন, 'সবাইকে জানাচ্ছি আমি করোনা পজিটিভ। আপাতত আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি ও পারিবারিক চিকিৎসকের থেকে পরামর্শ নিচ্ছি। সবাই শক্ত থাকুন, যতটা সম্ভব টেস্ট করান আর মাস্ক পরে থাকুন। আশা করি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। সবাইকে ধন্যবাদ।'