নয়া দিল্লি : "ভাতিন্দা বিমানবন্দরে বেঁচে ফিরতে পেরেছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন।" গতকালই পাঞ্জাবে (Punjab) তাঁর কনভয় আটকে পড়ার পর বিমানবন্দরে ফিরে এসে রাজ্য সরকারের আধিকারিকদের একথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করবে বিজেপি (BJP)। এমনই খবর দলীয় সূত্রের।


দিল্লিতে (Delhi) কনৌট প্লেসের হনুমান মন্দিরে প্রার্থনা করবেন জেনারেল সেক্রেটারি অরুণ সিংহ, দুষ্মন্ত্য গৌতম এবং বৈজন্ত পাণ্ডা। গুফা মন্দিরে মহা মৃত্যুঞ্জয় জপ করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এর পাশাপাশি মহাকালেশ্বর এবং ওমকারেশ্বরে প্রার্থনা ও জপ করা হবে। বারাণসীতে কাল ভৈরব মন্দিরে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা ও আরতি করা হবে। একইভাবে দেশের বিভিন্ন মন্দিরে মানুষ মহামৃত্যুঞ্জয় জপ করবেন বলে বিজেপি সূত্রের খবর।


আরও পড়ুন ; ভাতিন্দায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিজিপি-র ইস্তফা দাবি বিজেপির


প্রসঙ্গত, বুধবার ফিরোজপুরে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সেখানে ৪২ হাজার ৭৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল তাঁর। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে ভাতিন্দায় নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর হেলিকপ্টারে তাঁর হুসেনওয়ালা জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল তাঁর। বৃষ্টি ও খারাপ দৃশ্যমানতার কারণে, প্রধানমন্ত্রী ২০ মিনিট অপেক্ষা করেন। যাতে আবহাওয়ার উন্নতি হয়।


কিন্তু, আবহাওয়ার উন্নতি না হওয়ায় ঠিক হয় যে, প্রধানমন্ত্রী রাস্তা ধরে জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাবেন। যার জন্য দুই ঘণ্টার বেশি সময় লাগবে। পাঞ্জাবের ডিজিপি নিরাপত্তার যাবতীয় আশ্বাস দেওয়ার পর প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে রওনা দেন। হুসেনওয়ালা জাতীয় শহিদ স্মৃতিসৌধের ৩০ কিমি ব্যবধানে, যখন প্রধানমন্ত্রীর কনভয় একটি ফ্লাইওভারে পৌঁছয়, তখন দেখা যায় কয়েকজন বিক্ষোভকারী রাস্তা অবরোধ করেছেন। ১৫-২০ মিনিট ফ্লাইওভারে আটকে পড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এটা বড়সড় গাফিলতি বলে বিবৃতিতে বলা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী কর্মসূচির কথা আগে থেকে পাঞ্জাব সরকারকে জানানো হয়েছিল। এদিকে এই ঘটনায় চরণজিৎ সিং চান্নির (Punjab chief minister Charanjit Singh Channi) ইস্তফা দাবি করেছে বিজেপি।