কলকাতা: 'ফেলু বক্সী'-র নামে দুই গোয়েন্দা থাকলেও, এই গোয়েন্দা এক্কেবারে আলাদা। আর সেই চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-কে। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিংহ। সোহম ছাড়াও এই ছবিতে রয়েছেন পরীমণি (Pori Moni) আর মধুমিতা সরকার (Madhumita Sircar)। 'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' তাদের নতুন ছবি 'ফেলু বক্সী'র পোস্টার ঘোষণা করা হল।
ফেলুবক্সী - নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রের গোয়েন্দা । গল্পটা মুখোপাধ্যায় বাড়ির লোকজন ঘিরেই আবর্তিত । অনিমেষ মুখোপাধ্যায় তার একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের সূত্রে ফেলুবক্সীকে দায়িত্ব দেন। সেক্রেটারি এবার তার সহকারী দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করেন। তিন তিনটি আরও খুনের পর তারা বুঝতে পারেন, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে আছে, অনেক বড় চক্র। একদিকে লাবণ্য, মুখোপাধ্যায় বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্য দিকে মেঘনাদ চ্যাটার্জি, এক জন গ্লোবাল বিজনেস টাইকুন যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তার সমাধান কীভাবে করেন সেটাই দেখার।
এই ছবিতে 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। দেবযানী এই ছবির রেডিও জকি, যার মনে ফেলু বক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। ফলে ধরে নেওয়া যেতে পারে ফেলু বক্সী ও দেবযানীর চরিত্রের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে। কিন্তু ছবির গল্পে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তাঁর চরিত্রের নাম 'লাবণ্য'। তাঁর চরিত্র থাকবে ষড়যন্ত্র এবং জটিলতায় আচ্ছন্ন, দর্শক যথাসময়ে ধীরে ধীরে সেই চরিত্রের স্তর বুঝতে পারবে। কাস্টে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দেবেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার।
বলাই বাহুল্য 'ফেলু বক্সী' নামটা বাংলা সাহিত্য ও সিনেমার দুই কিংবদন্তি চরিত্রের কথা মনে করিয়ে দেয়। যদিও নির্মাতাদের মতে, যতটা সাধারণ চোখে দেখা যায় তার থেকে অনেক গভীরে এই ছবির গল্প। সিনেমা দেখলে এক রহস্যের সন্ধান পাবেন দর্শক। নির্মাতাদের স্পষ্ট উল্লেখ, 'শুধু নাম দেখে বিচার করবেন না'!
আরও পড়ুন: Naga-Sobhita: ফুলে, সোনায়, সাবেকিয়ানায়.. শোভিতা প্রকাশ করলেন নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা ছবি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।