অ্যাডিলেড: পারথে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ঠিক পরের টেস্টেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় দল। অ্যাডিলেডে ১০ উইকেটে পরাজিত হল ভারতীয় দল। ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে বোলারদের সঠিক সময়ে উইকেট নেওয়ার ব্যর্থতাও চর্চায় উঠে এসেছে। স্বাভাবিকভাবেই বোলারদের অতিসাধারণ পারফরম্যান্সের পর চর্চায় মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তন।
মহম্মদ শামি দিনকয়েক আগেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেই সাফল্য পেয়েছেন। চলতি মুস্তাক আলি ট্রফিতেও বেশ ভালই বল করছেন। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় দলে তিনি কবে ফিরবেন, সেই বিষয়ে জানতে আগ্রহী সকলেই। রোহিত জানান শামির জন্য অজ়িভূমে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দরজা খোলাই রয়েছে। তবে মুস্তাক আলিতে তিনি সামান্য চোটও পেয়েছেন, যে কারণে তাঁর টেস্ট প্রত্যাবর্তনে ধাক্কা লেগেছে।
শামির প্রসঙ্গে ম্যাচশেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, 'আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি, কারণ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে খানিক আঘাত পেয়েছ ও। এর ফলে ওর এখানে এসে টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা স্বাভাবিকভাবেই খানিকটা ধাক্কা খেয়েছে। আমরা তাই দেখেশুনেই এগোচ্ছি। আমরা চাই না ওকে এখানে তড়িঘড়ি আনার পর ও আবার চোটের কবলে পড়ুক।'
রোহিত আরও যোগ করেন, 'ও অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছে। তাই ওর বিষয়ে আমরা ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে কিছুই করতে চাই না। এখন দ্রুত এসে দলের হয়ে মাঠে নামার চাপ দিতে চাই না আমরা। পেশাদার ব্যক্তিত্বরা ওর পরিস্থিতিটা নজরে রেখেছেন। ওরাই দেখছে চার ওভার বল করার এবং ২০ ওভার মাঠে দাঁড়িয়ে ও কেমন কী করছে। ওদের কথামতোই আমরা সিদ্ধান্ত নেব। তবে হ্যাঁ, ওর (ফিট হয়ে গেলে) জন্য যে কোনও সময় এসে খেলার জন্য দরজা খোলা রয়েছে।'
প্রসঙ্গত, রিপোর্ট অনুযায়ী চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষের পরেই শামির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিট সার্টিফিকেট পাননি। তব সেটা সময়ের অপেক্ষা বলেও ধরা হচ্ছে। শোনা যাচ্ছে সিরিজ়ের শেষ দুই টেস্টে শামিকে খেলতে দেখা যেতে পারে। এমনকী ইতিমধ্যেই তাঁর কিটও নাকি অজ়িভূমে পৌঁছে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। শেষমেশ শামি কবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপান, এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।