কলকাতা: এভাবেই কি সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা? প্রথমে জন্মদিনে পাশাপাশি আর তারপরে, সিনেমাহলের সিটে গা এলি বসে একই সিনেমায় মজলেন তাঁরা? সোহম মজুমদার (Soham Majumdar) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিল অনেক দিনেরই। আর সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র 'অতি উত্তম' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিলেন শোলাঙ্কি ও সোহম। 


সদ্য জন্মদিন গিয়েছে সোহমের, আর সেই সময়েই প্রথম সোহমের সঙ্গে একসঙ্গে একটি ছবি দিয়েছিলেন শোলাঙ্কি। বাঙালি এই অভিনেতা ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন তাবড় তাবড় বলি অভিনেতাদের সঙ্গে। অধিকাংশ সময়েই তাঁর শ্যুটিং থাকে মুম্বইতে। আর বিশেষ বন্ধুর জন্মদিন উপলক্ষ্যেই মুম্বই গিয়েছিলেন শোলাঙ্কি। এরপরে, সৃজিতের ছবির বিশেষ স্ক্রিনিংয়ে পাশাপাশি দেখা গেল তাঁদের। এদিন জুহুর বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। মূলত তনুজা ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্যই এই আয়োজন করেছিলেন পরিচালক। যদিও এদিনের বিশেষ স্ক্রিনিংয়ে আসতে পারেননি বিশ্বজিৎ। 


তবে কেবল এই বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীই নন, বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তুহিনা দাস, রজত কপূর ও অন্যান্যরাও। তবে তারকাখচিত এই স্ক্রিনিংয়ে আলাদা করে গল্প তৈরি করলেন শোলাঙ্কি ও সোহম। নিজের বৈবাহিক সম্পর্ক থেকে বের হয়ে আসা নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন শোলাঙ্কি। তবে এর আগে থেকেই টলিউডে কান পাতলেই শোনা যায় সোহম আর শোলাঙ্কির প্রেমের খবর। মুম্বইতে বেশি কাজ করলেও সোহম টলিউডেও কাজ করেছেন। আর সেই কাজের সূত্রে আলাপ হয়েই গাঢ় হয় দুজনের সম্পর্ক। তবে কখনোই নিজে মুখে, বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। তবে ভাগ করে নিয়েছেন একসঙ্গে ছবি। কিন্তু 'অতি উত্তম'-এর বিশেষ স্ক্রিনিংয়ে তাঁদের পাশাপাশি থাকা যেন ফের একবার উস্কে দিল সম্পর্কের জল্পনা।


 






 


আরও পড়ুন: Feluda Indraneil Exclusive: রায়বাড়ির বিখ্যাত চপ, হামেশাই মেনুতে থাকে পেস্ট্রি, মিষ্টি, দই বড়া.. 'ফেলুদা'-র শ্যুটিংয়ের অন্য গল্প শোনালেন ইন্দ্রনীল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।