কলকাতা: ছবির আগের সন্ধেয় ছবি মুক্তি নিয়ে, বিতর্ক, অনিশ্চয়তা। সেই সমস্ত কিছু পেরিয়েও অবশেষে মুক্তি পাচ্ছে সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সায়নী ঘোষ (Shayani Ghosh) অভিনীত ছবি  'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?' (L.S.D Laal Suitcase Ta Dekhechen?) আজই সেন্সর সার্টিফিকেট পাওয়াকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।


নির্মাতাদের তরফে অভিযোগ, সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ইতিমধ্যেই। ছবির টাইটেল ট্র্যাকটি মুক্তি পাওয়ার পরে তা নিয়ে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। সেই কারণেই প্রথমে প্রশ্নের মুখে ছিল ছবির মুক্তি। উঠেছিল পার্টিগত অভিযোগও। দুই তৃণমূল নেতা নেত্রীর ছবি বলেই সেন্সর বোর্ডের তরফ থেকে তা আটকানোর চেষ্টা করা হয়েছিল। বিকেলে এই সংক্রান্ত একটি সাংবাদিক সম্মেলনও আয়োজন করা হয়েছিল।


এরপরে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে সোহম লেখেন, 'লাল সুটকেস ঘিরে রহস্য ও এক রাতের ঘটনাকে অবলম্বন করে বাংলা চলচ্চিত্র প্রেমীদের এক ভিন্ন ধরণের সিনেমা উপহার দিতে চেয়েছিলাম আমরা। অভিজ্ঞ শিল্পী ও দায়িত্ববান নাগরিক হিসেবে ছবির চিত্রনাট্যে এমন কিছুই আমরা রাখিনি, যা সুশীল সমাজ বা সমাজের যে কোনোস্তরের মানুষকে আহত করে। তবুও ঠিক সেন্সরের (যা কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকের এক অংশ, এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা চালিত) ঊর্ধ্বতন কোনও কর্তৃপক্ষের চাপে বিভিন্ন ধরণের পরিবর্তন ঘটিয়ে সেন্সর সার্টিফিকেট দিতে এত দ্বিধা বোধ করলেন সেটাও লাল সুটকেসের রহস্যের মতোই একটি রহস্য। আমরা আজ দুপুর পর্যন্ত অনিশ্চিত ছিলাম আমাদের এই ছবির মুক্তি আগামীকাল হবে কিনা... তবুও এই চাপের কাছে নতিস্বীকার না করে আমরা অল্প কিছু হল নিয়েই ফিরছি আগামীকাল। আমরা ক্ষমা চাইছি দর্শকের কাছে হয়তো ইচ্ছে থাকলেও এই সপ্তাহে আমরা আপনাদের কাছের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারলাম না আমাদের এই ছবির। কারণ সেন্সর সার্টিফিকেট এর ওপরই একটি ছবি মুক্তির ভবিষ্যৎ নির্ভর করে। আপনারা আসুন, দেখুন, বিচার করুন এই ছবিতে আদৌ এমন কোনো কিছু আছে কিনা যা সামাজিক অবক্ষয় সৃষ্টি করে।'


আরও পড়ুন: Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে আমন্ত্রিত অতিথিদের তালিকায় কারা রয়েছেন?


এই দুই তারকা ছাড়াও ছবিতে রয়েছেন  কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), লাবণী সরকার (Labony Sarkar), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), জুন মাল্য (June Maliah), অভিজিৎ গুহ (Abhijit Guha), সুব্রত মুখোপাধ্যায় (Subhadra Mukherjee) ও অন্যান্যরা। এই গল্প শুরু হয় সায়নী ও সোহমের আলাপ নিয়ে, বিয়ে হয়ে যাওয়ার আগে একটি বিশেষ ধরণের নেশা করার ইচ্ছা সায়নীর। সেই নেশায় তাঁর সঙ্গী হয় সোহমও। আর সেই ঘোরেই একটা খুন হয়ে যায়। বাড়ি থেকে ঠিক করা হয়েছিল যে বিয়ে, সেই হবু বরের সঙ্গেই পালিয়ে যেতে বাধ্য হয় সায়নী। আর তারপর একটা খুন আর লাল স্যুইকেসে লুকনো একটা মৃতদেহ নিয়ে শুরু হয় ছবির মোড় ঘোরানো গল্প। বিতর্কে কিছু প্রেক্ষাগৃহ খোয়ালেও মুক্তির দিন পিছোচ্ছে না সোহম সায়নীর নতুন ছবির।