নয়াদিল্লি: ভূরি ভূরি অভিযোগ থাকলেও, সংসদে লাগাতার হল্লা হলেও, আদানি-প্রশ্ন পাশ কাটিয়েই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার লোকসভায় সেই আদানি প্রসঙ্গের (Adani Group) ধারও মাড়াননি তিনি। বৃহস্পতিবার রাজ্যসভাতেও (Rajya Ssabha) সেই অবস্থানই ধরে রাখলেন। তাঁর ভাষণ চলাকালীন বিরোধীরা লাগাতার 'মোদি-আদানি ভাই ভাই' রব তুলে গেলেও, তাতে কর্ণপাত না করে নিজের সরকারের কৃতিত্ব গোনালেন মোদি (Narendra Modi)। একই সঙ্গে নিশানা করলেন কংগ্রেস এবং নেহরু-গান্ধী পরিবারকে।


বিরোধীরা লাগাতার 'মোদি-আদানি ভাই ভাই' রব তুলে গেলেও, কর্ণপাত করলেন না মোদি


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পর বুধবার প্রথমে লোকসভায় ধন্যবাদ ভাষণ ছিল মোদির। বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ ছিল। সেই মতো এ দিন দুপুরে ভাষণ শুরু করেন মোদি। কিন্তু আগাগোড়া আদানি-প্রশ্নে সরব ছিলেন বিরোধীরা। 'মোদি-আদানি ভাই ভাই', 'ঝুটা ভাষণ মত দো', 'ঝুটা ভাষণ নহি সুনেঙ্গে', 'কুছ তো বোলো' ধ্বনি তোলেন তাঁরা। কিন্তু মোদি জানান, বিরোধীরা যত কাটা ছিটনোর চেষ্টা করবেন, ততই বেশি প্রস্ফুটিত হবে পদ্ম, বিজেপি-র প্রতীকচিহ্ন।


কিন্তু সেই হই-হট্টগোলের মধ্যেও নিজের ভাষণ চালিয়ে যান মোদি। ২০১৪ থেকে তাঁর সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরেন। মোদি জানান, তাঁর সরকার স্থায়ী সমাধান বের করতে চেষ্টা করে। জন-ধন প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষকে ব্য়াঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করেছে তাঁর সরকার। সরকারি টাকা সরাসরি মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। স্বাধীনতার সময় থেকে ২০১৪ পর্যন্ত দেশে ১৪ কোটি এলপিজি সংযোগ ছিল, তাঁর সরকার এসে ৩১ কোটি বাড়িতে সংযোগ পৌঁছে দিয়েছে বলেও দাবি করেন মোদি। 


আরও পড়ুন: Narendra Modi: আদানি প্রশ্নের পাল্টা গান্ধী পরিবারকে নিশানা, নেহরু পদবী ব্যবহারে লজ্জা কেন! বেনজির আক্রমণ মোদির


মোদি বলে গেলেও, বিরোধীদের ধ্বনি থামেনি। তাতে একসময় বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেন মোদি। বলেন, "আপনারা এখানে চেঁচামেচি করছেন, কিন্তু মানুষ আপনাদের কথা শুনছেন না। আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। কংগ্রেসকে দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করছেন। কংগ্রেস আর তার সহযোগীদের মানুষ দেখছেন, আর ফিরিয়ে দিচ্ছেন।"


মোদির ভাষণ চলাকালীন লাগাতার নিরপেক্ষ তদন্তের দাবি তুলতে থাকেন বিরোধীরা


মোদির ভাষণ চলাকালীন লাগাতার নিরপেক্ষ তদন্তের দাবি তুলতে থাকেন বিরোধীরা। সেই আবহে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে মোদি আরও বলেন, "কংগ্রেস দেশে পরিবারতন্ত্র চালু করতে চায়। এই দেশ কোনও পরিবারের জমিদারি নয়। জওহরলাল নেহরুকে আমরা অবহেলা করি বলে অভিযোগ তোলে কংগ্রেস। কিন্তু নেহরু-গান্ধী পরিবারের কেউ নেহরু পদবী ব্যবহার করেন না কেন? কিসের লজ্জা, কিসের ভয়? " সংসদের ভিতর রাজনীতির খেলা চলছে, গোটা দেশ তা দেখছে বলেও মন্তব্য় করেন মোদি।