কলকাতা: সমাজমাধ্য়মের পাতায় যথেষ্ট জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পাশাপাশি, তিনি একজন রূপটান শিল্পীও। কখনও ঘর সাজানো তো কখনও রূপটানের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই তাঁর ভিডিও দেখতে ভীষণ ভালবাসেন। ২০২২ সালে বিয়ে করেছিলেন তিনি। সন্তান কোলে আসার কথা ছিল ২০২৫ সালেই। কিন্তু তার মধ্যেই বিপর্যয়। ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয়ের মুখে রূপটান শিল্পী ও ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায়। সন্তান জন্মের সময়েই ঘটে গিয়েছে দুর্ঘটনা, আর তার ফলে, কোল খালি হয়েছে সোহিনীর।
এই খবর কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর। তবে সোশ্যাল মিডিয়ায় সোহিনী বা তাঁর স্বামী অনির্বাণের তরফে এই সংক্রান্ত কোনও খবর শেয়ার করে নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন সোহিনীর ননদের পরিচয় দিয়ে গোটা বিষয়টা বলেছেন। তাঁর কথা অনুযায়ী, এই ঘটনার সম্পূর্ণ দায় চিকিৎসের। চিকিৎসকের গাফিলতিতেই জন্মের আগেই মৃত্যু হয়েছে সোহিনী আর অনির্বাণের পুত্রসন্তানের। এই খবর ভেঙে পড়েছেন সোহিনী আর তাঁর পরিবার।
সোহিনীর সন্তানের মৃত্যু নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, তখন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন সোহিনী ও অনির্বাণ। যৌথভাবে দেওয়া একটি বিবৃতি। সেখানে লেখা হয়েছে, '২২শে অগস্ট আমাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যা চলছে, তা আমাদের কল্পনার অতীত। আমরা বিভিন্ন মানুষের জল্পনার এবং সেই সংক্রান্ত আলোচনায় বিধ্বস্ত। এই বিষয়ে নানান ভিডিও, পোস্ট, ডাক্তারবাবুর ভিডিওটি ও তার কমেন্ট সেকশন আমাদের দুজনকে এই শোকের সময়ে দুর্বলতর করে তুলছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনও অফিসিয়াল বা আনঅফিসিয়াল বক্তব্য রাখিনি। এই পাঁচ দিনে আমাদের পক্ষে তা ভাবার পরিসরই ছিল না। আমরা চাইনি এখনই এই বিষয়কে কেন্দ্র করে কোনো কথা হোক যা আমাদের মানসিক অবস্থাকে আরো বিঘ্নিত করে। আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে হওয়া সমস্ত ঘটনার বিবরণ আপনাদের সামনে রাখব, সাক্ষ্য ,প্রমাণ নিয়েই দাঁড়াব আপনাদের সামনে। কিন্তু এই মুহুর্তে আমরা মানসিক ও শারীরিকভাবে অসমর্থ আপনাদের প্রশ্ন ,ট্রোল , লড়াই এগুলোর উত্তর দিতে। আপনারা অনুগ্রহ করে আমাদের সময় দিন ; সন্তান হারানোর যন্ত্রণাটুকু আমাদের পরিবারকে সামলে উঠবার সুযোগ দিন। এই শোকের সময়ে এইটুকু সহমর্মীতা ও সাহায্যের আশা করছি আপনাদের থেকে। আশা রাখি, এই শোকবার্তা আমাদের জীবনে ঘটে যাওয়া অকল্পনীয় , আকস্মিক বিপদের সময়টুকুতে আপনাদের বিরত রাখবে এই সংক্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে।'