রুদ্ররূপ ধরেছে প্রকৃতি। বৈষ্ণোদেবীর পথে ধস নেমে মৃত্যুমিছিল ভূস্বর্গে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। ধসে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খবর এএনআই সূত্রে।
মঙ্গলবারই কাটরা থেকে বৈষ্ণোদেবীর রাস্তায় ধস নামে। প্রচণ্ড বৃষ্টির সময় আচমকা ধস নামে এই রাস্তায়। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জম্মু ও কাটরা স্টেশন থেকে ২২টি ট্রেনের যাতায়াত আপাতত বন্ধ, জানিয়েছে নর্দার্ন রেল। প্রাকৃতিক দুর্যোগে আহত বহু মানুষ। তবে এখনও ধসের কবলে অনেকে আটকে থাকার আশঙ্কা রয়েছে ।
শুধু বৈষ্ণোদেবী নয়, ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। রাস্তাঘাট বন্ধ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। দ্রুত গতিতে উদ্ধারকাজে নেমেছে সিআরপিএফ। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। বেশিরভাগেরই চিকিৎসা চলছে কাটরার কমিউনিটি হেলথ সেন্টারে । এই ঘটনায় আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী। তাঁদের অনেকেরই খাবার , পানীয় শেষ। সিআরপিএফের তরফে প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।