কলকাতা: পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার। সঙ্গী? প্রেমিক রণজয়। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর টুকরো টুকরো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 


ইনস্টাগ্রাম জুড়ে সোহিনীর দার্জিলিং ভ্রমণের টুকরো ছবি। সেখানে কখনও তিনি মুখ থেকে ধোঁয়া বের করছেন ঠাণ্ডায়। অভিনয় করছেন সিগারেট খাওয়ার। আবার কখনও বারন্দায় বেরিয়ে উপভোগ করছেন শীতকে। আর গ্লেনারিসের সামনে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সোহিনী। সঙ্গে রয়েছে প্রেমিক রণজয়। একে অপরের চোখের দিকে তাকিয়ে মজেছেন প্রেমিক প্রেমিকা। ক্যাপশানে সোহিনী লিখেছেন, 'একসঙ্গে থাকো, 'জীবনের সমস্ত নেতিবাচক জিনিস দূর করে দিন।'


আরও পড়ুন: 'বাবা, শুভ জন্মদিন', সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করলেন স্বস্তিকা


সদ্য 'মন্দার' সিরিজের কাজ করেছেন সোহিনী। অভিনেতা অনির্বাণের সঙ্গে একাধিকবার কাজ করেছেন সোহিনী। পরিচালক অনির্বাণের সঙ্গে কাজ করে কেম অভিজ্ঞতা হল সোহিনীর? বন্ধুকে কী নতুনভাবে চিনলেন? এবিপি আনন্দ প্রশ্নের উত্তরে সোহিনী বলেছিলেন, 'চিনলাম, কিন্তু তাতে আমি অবাক হইনি। থিয়েটারে ও কাজ দেখেছি। পরিচালক হিসেবে অনির্বাণ খুঁতখুঁতে। আর যে কাজটা ও করছে সব বিষয়ে ওর জ্ঞান প্রচুর। যে বিষয়টা অনির্বাণ জানে না, সেটা নিয়ে ও কাজ করে না। দেবাশীষকে এর আগে কেউ কখনও দেখেনি। আমায় যখন চিত্রনাট্য শুনিয়েছিল, আমি প্রশ্ন করেছিলাম, মন্দারটা কে করবে। ও বলল দেবাশীষ। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, কোন দেবাশীষ। আসলে সবাই একটা পরিচিত মুখ খুঁজি। কিন্তু অনির্বাণ নয়ডা থেকে দেবাশীষকে নিয়ে এসেছিল, কারণ ওর মনে হয়েছিল 'মন্দার'-এর চরিত্রের জন্য ওই সেরা। এতটা ভেবেচিন্তে প্রতিটা কাজ ঠিক করেছে ও।'


গ্রাম্য ভাষায় কথা বলা কীভাবে অনুশীলন করেছিলেন লায়েলি সোহিনী? অভিনেত্রী বলছেন, 'আমাদের টিমে উজান বলে একটি ছেলে ছিল। সে মেদিনীপুরে গিয়ে গোটা চিত্রনাট্যটা একজনকে দিয়ে বলিয়ে রেকর্ড করে এনেছিল। আমরা সবাই সেটা শুনে শুনে অভ্যাস করতাম। তারপর অনির্বাণকে পাঠাতাম। ও আবার যা যা বদলাতে হবে বলে দিত, মতামত দিত। এভাবেই অভ্যাস চলেছে অনেকদিন ধরে। তারপর তো একসঙ্গে বসে অভ্যাস করেছিই।'


সামনেই মুক্তি পাবে সোহিনীর নতুন ওয়েব সিরিজ 'শ্রীকান্ত'। সেখানে একেবারে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে সোহনীকে। তার বিপরীতে দেখা যাবে ঋষভকে।