কলকাতা: পোশাক বলতে শুধুই জুঁই ফুল। বিনুনি ছুঁয়ে সেই ফুল আবৃত করে রয়েছে গোটা শরীরকেই। সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar)-এর নতুন ফটোশ্যুট রীতিমতো ভাইরাল। ধেয়ে এল মিশ্র প্রতিক্রিয়া। এমন কী ছিল সেই ফটোশ্যুটে? প্রশংসার পাশাপাশি, সোহিনীকে তুলনা করা হল উরফি জাভেদ (Urfi Javed)-এর সঙ্গে!
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী। টেনে বাঁধা বিনুনী, দু চোখে গাঢ় কাজল। সোহিনীর উর্ধাঙ্গে কোনও পোশাক দেখা যাচ্ছে না, বরং গোটা শরীর ঢাকা রয়েছে সুন্দর জুঁই ফুলে। একটি লাল ঘাগরা পরেছেন সোহিনী। লাল ও সাদার মিশেলে তাঁর এই পোশাক যেমন অভিনব, তেমনই আকর্ষণীয়। সোহিনীর এই ফটোশ্যুটের কমেন্টবক্সে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা প্রশংসাই করেছেন তাঁর। অনেক নেটিজেনরাও তাঁর প্রশংসায় মজেছেন। তবে কেবল প্রশংসা নয়, ধেয়ে এসেছে বিরূপ মন্তব্যও।
এই ছবিতে সোহিনীকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন এক নেটিজেন? মুম্বইয়ের ইন্টারনেট ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ পরিচিত তাঁর অদ্ভূত সব পোশাকের স্বাদের জন্যই। ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, লোহার জিনিস... উরফি কী কী দিয়ে যে পোশাক বানাননি, তা বলা মুশকিল। প্রায় প্রত্যেকদিনই উরফির বাড়ির সামনে ভিড় জমান পাপারাৎজিরা। কেবলমাত্রা উরফি কী পোশাক পরবেন আজ, সেটা দেখার জন্য। আর জুঁই ফুলের মালা দিয়ে শরীর ঢাকবার জন্য, সোহিনীকে উরফির সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত মন্তব্যের অবশ্য কোনও প্রত্যুত্তর করেননি সোহিনী। আপাতত তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি 'অথৈ' নিয়ে। এই ছবিতে সোহিনী ছাড়াও রয়েছে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), অর্ণ মুখোপাধ্যায় (Anra Mukherjee)। এই ছবির পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন অর্ণ। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ।
আরও পড়ুন: A R Rahman Exclusive: ফের অস্কারের দৌড়ে সামিল A R Rahman? কেমন হল 'দ্য গোট লাইফ'-এ কাজের অভিজ্ঞতা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।