কলকাতা: এই ছবি নাকি দীর্ঘ ১৬ বছরের কাজের ফসল। ব্লেসি (Blessy) পরিচালিত ছবি দ্য গোট লাইফ (The Goat Life) ছবিটি মালয়ালি উপন্যাস Aadujeevitham থেকে অনুপ্রাণিত। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান (A.R. Rahman)। এই সঙ্গীতশিল্পীর নামের সঙ্গে তো জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের প্রত্যাশা, এটা কি বাড়তি চাপ তৈরি করে শিল্পীর ওপর? সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন, এই ছবির হাত ধরেই এ আর রহমান ফের অস্কারের দৌড়ে নামছেন? সমস্ত প্রশ্ন, ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কী বলছেন সঙ্গীতশিল্পী স্বয়ং? এবিপি লাইভের প্রশ্নে-উত্তরে, অকপট শিল্পী।
এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছেন রহমান। স্বভাবতই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। রহমান বলছেন, 'একজন কম্পোজ়ার হিসেবে এমন ছবিতে কাজের সুযোগ পাওয়া খুব বড় ব্যাপার। আমরা সবাই, একসঙ্গে মিলে চেষ্টা করেছি ছবিটা, গোটা কাজটাই যাতে ভাল হয়। আশা করি দর্শকদের ভাল লাগবে।'
সোশ্যাল মিডিয়ায় অনেকেই নাকি লিখেছেন, 'দ্য গোট লাইফ'-এর হাত ধরে, ফের অস্কারের দৌড়ে সামিল হচ্ছেন এ আর রহমান? এই প্রশ্নের উত্তরে, হেসে শিল্পী বলেন, 'আমি বিশ্বাস করি অস্কার ভীষণ সম্মানের। তবে এটা কারুর কাজকে প্রমাণ করে না। এই ছবিতে, মিউজিক স্কোর এমনভাবেই পরিকল্পনা করার চেষ্টা করেছি, যেটা ডিঙিয়ে যেতে পারে সময়ের গন্ডি।'
এই অ্যালবাম থেকে, নিজের প্রিয় গানের কথা বলতে গিয়ে রহমান বলেন, আমার ব্যক্তিগতভাবে 'লালাবাঈ' গানটি পছন্দ। এতে সাবেকি ছোঁয়া রয়েছে একটা।' এই ছবিতে, সমস্ত ভাষা মিলিয়ে তৈরি হয়েছে একটি নতুন গান, 'দ্য হোপ সং' (The Hope Song)। সেই ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে রহমান বলেন, 'এই গানটা আমার কাছে একটা ভীষণ নতুন অভিজ্ঞতা। এই গানটা তৈরি করার পরে মনে হয়েছিল, গানটায় এত ভাষা রয়েছে, গোটা দেশের মানুষ এই গানটাকে কী বলে উল্লেখ করতে পারে? তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় 'দ্য হোপ সং' নামটি রাখার। জানি না দর্শকের কতটা ভাল লাগবে? তবে দর্শক যখন একই সঙ্গে দৃশ্য দেখবেন, গানও শুনবেন, আশা করি মানুষের ভালই লাগবে।'
ভবিষ্যতের কাজ নিয়ে রহমান বলেন, 'আগামীতে হিন্দিতে 'ময়দান' ও 'চমকিলা' নামে দুটো ছবি আসছে। সেই দুটোতেই আমি কাজ করেছি। আর অবশ্যই এই, দ্য গোট লাইফ।
আরও পড়ুন: Sayantika Banerjee: ভোটযুদ্ধের টিকিট না পেয়ে 'অভিমানী', এবার কি বিয়ের পিঁড়িতে সায়ন্তিকা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।