কলকাতা: লিভ ইন.. যার বাংলা করলে দাঁড়ায় সহবাস। ২০১৯ সালেই এই ছবির শ্যুটিং সারা হয়ে গিয়েছিল এক ছবির। তারপরে লকডাউনের কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে ইশা সাহা (Isha Saha) ও অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal) অভিনীত ছবি। আধুনিক জগতের ছোঁয়া লাগা এই গল্পের নাম, 'সহবাসে'।
একের পর এক অভিনেত্রীর মৃত্যু যখন প্রশ্ন তুলছে অভিনেতা অভিনেত্রীদের সহবাসের অভ্যাসের ওপরে, সেই সময়েই এক মিষ্টি প্রেমের গল্প বলবে অঞ্জন কাঞ্জিলাল (Anjan Kanjilal)-এর নতুন ছবি 'সহবাসে'। ইশা ও অনুভব ছাড়াও এই ছবিতে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) ও সায়নী ঘোষ (Shayani Ghosh)।
এই ছবি এক মিষ্টি জুটির গল্প বলবে
বাড়িতে একা টুসি আর হায়দরাবাদে নীল, পরিস্থিতিই কী দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে? নাকি পরিবারের হস্তক্ষেপে মিলে যাবে নীল আর টুসির গল্পটা? উত্তর লুকিয়ে বড়পর্দায়।
এই ছবির পোস্টার মুক্তি পাওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন ইশা সাহা। এই ছবির পোস্টারে ইশা অফ শোলডার একটি টপ পরেছিলেন ইশা। আর তার কাঁধে হাত দিয়ে রয়েছেন অনুভব। ইশার অনুরাগীরা অনেকেই বেশ বিরক্ত হয়েছিলেন ইশার কাঁধে হাত দেওয়ার জন্য। তবে এই বিতর্ক বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন ইশা। বুঝেছিলেন, অনুরাগীদের মধ্যে বাড়ছে তাঁর জনপ্রিয়তা।
পরিচালকের কথায় 'সহবাসে' হল এমন একটা গল্প যে আমাদের প্রত্যেকের ভিতরে লুকিয়ে থাকা এক সত্তাকে তুলে ধরবে ছবির পর্দায়। আধুনিক জগতে যখন সহবাস খুব সাবলীল অভ্যাস, তখন পর্দায় ইচ্ছা-অনিচ্ছার এক আধুনিকতায় মোড়া গল্প তুলে ধরবে 'সহবাসে'। ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।