কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা। চর্চায় তাঁর কেরিয়ারও। ধারাবাহিক ছেড়ে আপাতত নাকি ওয়েব সিরিজেই মন দিয়েছেন তিনি। তাঁকে সিনেমায় দেখা যাওয়ার কথা থাকলেও, তিনি নিজে কখনও মুখ খোলেননি তা নিয়ে। তবে এবার, সেই সিরিয়াল নিয়েই রোখাচোখা জবাব অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy)। ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই' (Hoichoi)-তে যা যা সিরিজ় মুক্তি পায়, তার অধিকাংশই নাকি ধারাবাহিকের মতোই? নেটিজেনদের এই উত্তরের জবার দিলেন সোলাঙ্কি, কিন্তু হঠাৎ এই উদ্যোগ কেন? 


ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই' (Hoichoi)-তে বিভিন্ন স্বাদের একাধিক ওয়েব সিরিজ মুক্তি পায়। এরমধ্যে কিছু রহস্য, কিছু থ্রিলার, কিছু আবার নিছকই সামাজিক গল্প। তবে প্রশংসার পাশাপাশি, একাধিক ওয়েব সিরিজই কটাক্ষের শিকার হয়। অনেক সময়েই 'হইচই'-এর ধারাবাহিককে 'ধারাবাহিকের ধাঁচ' অথবা সিরিয়ালের মতো বলে কটাক্ষ করা হয়। সদ্য মুক্তি পাওয়া ভিডিওতে যেন সেই সমস্ত কটাক্ষেরই জবাব দিলেন সোলাঙ্কি। 


আজ যে ভিডিও মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সোলাঙ্কি বলছেন, 'ডায়লগগুলো খুব সিরিয়াল-মার্কা লাগছে না? ড্রামাটিক, ওভার ড্রামাটিক, মেলোড্রামাট্রিক। আমি কিন্তু এগুলো খুব ভালবাসি।' এরপরে সোলাঙ্কি বলে যাচ্ছেন, সেই সমস্ত কটাক্ষের উত্তর যা সোশ্যাল মিডিয়ায় হামেশাই শুনতে হয় একাধিক ধারাবাহিককে। তবে সোলাঙ্কি খবর দিলেন, এরপরে নাকি এমন এক ধারাবাহিক আসছে, যা মোটেই সিরিয়ালের মতো 'বস্তাপচা' হবে না। নতুন সিরিজ নাকি বদলে দেবে ধারাবাহিক নিয়ে ধ্যানধারণাই! ব্যাস এটুকুই, এরপরে সোলাঙ্কি আর কথা বলতে চাননি। কেবল জানিয়েছেন, নতুন এক সিরিজ বা সিরিয়াল আসছে 'হইচই'-তে। তবে তার নাম? নাহ.. সেই কথা অবশ্য খোলসা করেননি সোলাঙ্কি। 


তবে কমেন্টবক্সে অনুরাগীরা আঁচ করে নিয়েছেন, এ নতুন ওয়েব সিরিজের ঘোষণা। এর আগেই ঘোষণা করা হয়েছিল 'হইচই' -এর একগুচ্ছ ওয়েব সিরিজের। তারমধ্যেই একটি ওয়েব সিরিজের নাম ছিল, 'বোকাবাক্সতে বন্দি'। এই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে সোলাঙ্কিকে। তাঁর বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)-কে। 






আরও পড়ুন: Dhadak 2: ১ বছর ধরে বলেছিলেন 'ছবি হচ্ছে না', 'ধড়ক ২'-কে কেন আড়ালে রেখেছিলেন কর্ণ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।