কলকাতা: আচ্ছা, কোনও ধারাবাহিকের অভিনেত্রীর যদি হঠাৎ গুলিয়ে যায় বাস্তব আর ধারাবাহিকের সেট? হঠাৎ, বাস্তবের নায়িকাকে কেউ যদি ডাকতে থাকে তাঁর ধারাবাহিকে অভিনীত চরিত্রের নামে? বদলে যায় তাঁর নিজের জীবন, নিজের পরিবার সবকিছু? আপনার কি পড়তে পড়তেই গুলিয়ে যাচ্ছে সবটা? তাহলে ভাবুন কি কি বিপদে পড়েছে অপলা?
বিষয়টা একটু সহজ করেই বলা যাক। 'হইচই' (Hoichoi)-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'বোকাবাক্সতে বন্দি'। দেবালয় ভট্টাচার্য্যের পরিচালিত নতুন এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে সোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। তাঁর বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)-কে। এটিই নীলের প্রথম ওয়েব সিরিজ। আজ প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে ২১ জুন।
আজ যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে গল্পের আন্দাজ পাওয়া গেলেও সবকিছুই ভীষণ গোলমেলে। এখানে প্রথমে এমন এক অভিনেত্রীকে দেখানো হয়েছে, যিনি ধারাবাহিকে অভিনয় করেন। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সন্ধ্যামণি। ধারাবাহিকের গল্পে সন্ধ্যামণির নিজের পরিবার রয়েছে। কিন্তু হঠাৎ, অভিনয়ের এক্কেবারে শেষদিনে এসে যদি ভুলে যেতে হয় গোটা জীবনটাকেই? হঠাৎ যদি তাঁকে বলা হয়, তাঁর আসল নাম অপলা নয়, সন্ধ্যামণিই। এই ধারাবাহিকের সেটই তার বাড়ি আর অভিনেতা অভিনেত্রীরাই পরিবার? কল্পনা আর বাস্তবের মধ্যে গুলিয়ে যায় জীবন। কার? অপলা নাকি সন্ধ্যামণির? দেবালয়ের ওয়েব সিরিজে রহস্যের মোড়ক খুলবে পরতে পরতে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই ওয়েব সিরিজে পা রাখছেন নীল। এর আগে ধারাবাহিক ও বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। যদিও কেবল বোকাবাক্সতে বন্দিই নয়, এছাড়াও একাধিক ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করে ফেলেছেন নীল। তবে তাঁর অভিনীত মুক্তি পাওয়া ওয়েব সিরিজগুলির মধ্যে এটিই প্রথম। এই সিরিজে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অলিভিয়া, রিয়া, সৌম্য ও অন্যান্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।