১০৩ জ্বর নিয়েই গান শ্যুট করেছিলেন! প্রয়াত শ্রীদেবী সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নিন, যা আপনি না-ও জানতে পারেন
কে করতেন ডাবিং, জানেন? অভিনেত্রী রেখা ডাব করেছেন শ্রীদেবীর ডায়লগ। এভাবেই চলছিল। তবে আস্তে আস্তে হিন্দিতে সড়গড় হন শ্রীদেবী। চাঁদনী প্রথম হিন্দি ছবি যাতে নিজে হিন্দি ডায়লগ বলেন।
শ্রীদেবীই বলিউডের সেই অভিনেত্রীদের একজন যাঁরা ভ্যানিটি ভ্যান পেতেন। সদমা, চাঁদনি নিজের দুটি ছবিতে গেয়েছিলেন শ্রীদেবী। সদমা-য় এক দফা জঙ্গল মে গানটি একত্রে গেয়েছিলেন কমল হাসান ও শ্রীদেবী। আবার চাঁদনি-তে চাঁদনি ও চাঁদনিতেও গলা মিলিয়েছেন শ্রীদেবী, জলি মুখার্জি।
শ্রীদেবী একটা সময় বলিউড শাসন করেছেন একটানা। তাঁর প্রতি শ্রদ্ধা, শোক প্রকাশ করছেন সবাই। এই সুবাদে প্রয়াত অভিনেত্রী সম্পর্কে এমন কিছু তথ্য জেনে নিন, যা হয়তো আপনার অজানা।
শ্রীদেবীকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল মিস্টার ইন্ডিয়া ছবিটি। এর সঙ্গে জড়িয়ে আছে একটা দারুণ গল্প। শ্রীদেবীর মা মেয়ের এই ছবিতে কাজ করানোর জন্য ১০ লক্ষ টাকা ফিজ চেয়েছিলেন। বনি কপূর ১০ এর বদলে ১১ লাখ দেন। পরে তিনি বলেন, তিনি শ্রীদেবীকে ওই ছবিতে নিতে যে কোনও মূল্য দিতে তৈরি ছিলেন। পরে তো শ্রীদেবী, বনি পরস্পরের জীবনসঙ্গী হয়ে যান।
বলিউডের কথাটা চালু আছে যে, জয়াপ্রদা আর শ্রীদেবীর মধ্যে সদ্ভাব নেই। শোনা যায়, ১৯৮৪ সালের ছবি মকসদ-এর শ্যুটিংয়ে অভিনেতা রাজেশ খন্না আর জিতেন্দ্র ওই দুজনকে একটা ঘরে তালাবন্দি করে রাখেন। উদ্দেশ্য ছিল, দুজনের যাতে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু যখন দরজা খোলা হয়, দেখা যায়, দুজনে চুপচাপ বসে আছেন, কোনও বাক্যালাপই হয়নি!
চালবাজ ছবির শ্যুটিং যখন চলছিল, সে সময় ১০৩ ডিগ্রি জ্বরে কাবু হয়ে পড়েছিলেন শ্রীদেবী। কিন্তু কাজ থেমে থাকেনি। ধুম জ্বর নিয়েই ছবির 'ন জানে কহা সে আয়ি হ্যায়' গানের শ্যুটিং করেন। গানটা সুপারহিট হয়।
১৯৮৬-র শ্রীদেবীর হিট ছবি আখরি রাস্তা। এই ছবিতে রেখা শ্রীদেবীর হয়ে গলা দেন।
তিনি জন্মসূত্রে দক্ষিণী। হিন্দি একেবারেই জানতেন না, বলতেই পারতেন না। বলিউডে পা দিলেন। ডায়লগ বলতেন কী করে? ডাবিং করতে হোত।