দুবাইয়ে বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর শেষ ছবি
শ্রীদেবীর আকস্মিক প্রয়াণে শোকে মূহ্যমান মুম্বই সিনে ইন্ডাস্ট্রি। অনুরাগীদের কাছে তাঁর মৃত্যু সংবাদ এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। ঘটনায় আকস্মিকতায় এখনও বিহ্বল বনি কপূরের ভাই সঞ্জয় কপূর। সংবাদমাধ্যমের কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর জানিয়ে সঞ্জয় বলেন, “দুবাইতেই ছিলাম আমি। খবর পেয়ে এখন ফের সেখানেই ফিরে যাচ্ছি।
শাড়ি পরিহিতা শ্রীদেবীর এই ছবি মণীষ মালহোত্র পোস্ট করেছিলেন।
বর ও কনের সঙ্গে তোলা শ্রীদেবীর ছবি। সঙ্গে রয়েছেন স্বামী বনি কপূর।
অনিল কপূর ও করণ জোহরের সঙ্গে শ্রীদেবীর ওই ছবি ওই বিয়ের অনুষ্ঠানেরই।
বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর মণীষ মালহোত্রর ডিজাইন করা পোশাক পরেছিলেন। খুশির সঙ্গে শ্রীদেবীর এই ছবি স্বয়ং মণীষ মালহোত্র পোস্ট করেছিলেন।
ছোট মেয়ে খুশি এবং স্বামী বনি কপূরের সঙ্গে দুবাইতে ওই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। এই ছবিগুলি তিনি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন।
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী গতকাল রাতে দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠানে দারুণ ঝলমলে ছিলেন শ্রীদেবী। দেখুন অভিনেত্রীর শেষ ছবি।