মুম্বই : সুজান খান, হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং আরও অনেক বলিউড তারকাদের পর এবার আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলায় মুখ খুললেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা এবং বলিউড অভিনেত্রী সোমি আলি (Somy Ali)। প্রমোদতরী কর্ডেলিয়ায় হাইভোল্টেজ রেভ পার্টি থেকে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবি সূত্রে জানা গিয়েছিল, আরিয়ান খানের লেন্সের বাক্স থেকে পাওয়া গিয়েছে মাদক। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার হওয়ার পর বারবারই জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে আরিয়ান খানের। এবার তাঁকে সমর্থন করে সোমি আলি প্রকাশ্যে জানালেন যে, খুব অল্প বয়সেই তিনি মাদক নিয়েছেন। এবং এর জন্য তাঁর কোনও আক্ষেপ নেই। পাশাপাশি অভিনেত্রী এমনটাও জানিয়েছেন যে, প্রয়াত বলি ডিভা দিব্যা ভারতীর সঙ্গে তিনি মাদক নিয়েছিলেন।


আরও পড়ুন - নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট সামান্থার


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি শাহরুখ পুত্রকে সমর্থন করে লেখেন, ''কোন উঠতি বয়সী মাদক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না? খবরের নাম করে এবার ওকে রেহাই দাও। আর কমবয়সী ছেলেটিকে বাড়ি যেতে দাও। কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমার যখন ১৫ বছর বয়স, তখনই আমি 'পট' নিয়েছি এবং পরে 'আন্দোলন' ছবির শ্যুটিংয়ের সময় দিব্যা ভারতীর সঙ্গেও 'পট' নিয়েছি। এবং তার জন্য আমার কোনও অনুশোচনা নেই। কোনও কারণ ছাড়াই একটা কমবয়সী ছেলেকে কষ্ট দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থায় কেন খুনি এবং ধর্ষকদের এভাবে ধরা হয় না? তার পরিবর্তে এসব...।'' তিনি আরও বলেছেন, 'আমেরিকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ১৯৭১ সাল থেকে। কিন্তু আজকের দিনে ৫০ বছর পরও যেই মাদক নিতে চাইবে, তার কাছেই সহজলভ্য। আমার আন্তরিক শুভেচ্ছা শাহরুখ এবং গৌরীর জন্য। ওদের পাশে আছি। ওদের জন্য প্রার্থনা করছি। আরিয়ান, তোমায় বলতে চাই, তুমি এমন কিছু ভুল করোনি। বিচার ঠিক হবে।'


আরও পড়ুন - Gauri Khan Birthday: মা গৌরী খানের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করলেন সুহানা



মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই শাহরুখ এবং গৌরীর বাড়ি মন্নতে দেখা গিয়েছিল সলমন খানকে। শুধু সলমন খানই নন, অনেক বলি তারকাই আরিয়ান খানের সমর্থনে এগিয়ে এসেছেন। সম্প্রতি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরিয়ানকে সমর্থন করে দীর্ঘ পোস্ট করেছেন।