মুম্বই: এ আর মুরুগাদাসের ‘আকিরা’-য় সোনাক্ষী পুরোপুরি অন্যরকম। এই ছবিতেই প্রথম প্লেব্যাক সিঙ্গিং করলেন সোনাক্ষী। আর প্রত্যাশিতভাবে তা চমকে দিয়েছে সকলকে। এর আগে টি সিরিজের হয়ে একটি গান রেকর্ড করেন ‘দাবাং’ নায়িকা- ‘আজ মুড ইশকহোলিক হ্যায়’। কিন্তু এই রাজি রাজি কে গানে সোনাক্ষী রীতিমত অ্যাকশন মুডে। গানটির প্রকাশ নিয়ে উত্তেজিত সোনাক্ষী এর আগে এ ব্যাপারে টুইটও করেছেন।
এবার দেখুন সেই গানটি