দেখুন: মাঠে দুর্ঘটনা, কেরিয়ার শেষ হয়ে যেতে পারত কোহলি ও রোহিতের!
ABP Ananda, web desk | 04 Aug 2016 05:17 AM (IST)
নয়াদিল্লি : গত কয়েক বছর বিশ্ব ক্রিকেট দেখছে বিরাট কোহলির উত্থান। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তাঁর ব্যাটিং ক্রিকেটপ্রেমী মন জয় করেছে। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন ভারতীয় ব্যাটিং লাইনআপের স্তম্ভ। সেইসঙ্গে এখন রোহিত শর্মাও ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু তাঁর কেরিয়ারে একটা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন কোহলি ও রোহিত। ২০১২-তে বাংলাদেশের মীরপুরে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ম্যাচে একটি দুর্ঘটনা ঘটেছিল। পাকিস্তানের ইনিংসের ৩৮ তম ওভারে উমর আকমল রবিচন্দ্রন অশ্বিনের একটি বল স্কোয়ার লেগে ঠেলে দিয়ে রান নিতে ছোটেন। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন কোহলি। রোহিত শর্মা ছিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে। বল ফিল্ডিং করতে কোহলি ও রোহিত দুজনেই ছুটে আসেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে একে অপরের সঙ্গে তীব্র সংঘর্ষ বাধে রোহিত ও কোহলির। সৌভাগ্যক্রমে দুজনেই ওই সংঘর্ষের পর দ্রুত উঠে দাঁড়ান। এরপর ব্যাট করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতে ভারত। কোহলি করেন ১৮৩ রান আর রোহিত করেন ৬৮ রান। তৃতীয় উইকেটে তাঁরা ১৭২ রান যোগ করে ভারতের জয়ের ভিত গড়ে দেন।