Sonakshi Sinha: সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় সোনাক্ষী, কিনারা করতে পারবেন বিজয়ের খুনের?

Sonakshi Sinha's Dahaad: 'দহদ' -এর টিজারে নজর কেড়েছে সোনাক্ষীর নির্ভীক পুলিশ অফিসারের লুক, তেমনই ভয় ধরিয়েছে বিজয় বর্মার সিরিয়াল কিলারের লুক। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিরিজ।

Continues below advertisement

কলকাতা: ইতিমধ্যেই চর্চায় এসেছে এই সিরিজের লুক, বিষয়বস্তু। আর এবার মুক্তি পেল সোনাক্ষী সিংহের (Sonakshi Sinha) নতুন ওয়েব সিরিজ 'দহদ' (Dahaad)-এর ট্রেলার। সেখানে যেমন নজর কেড়েছে সোনাক্ষীর নির্ভীক পুলিশ অফিসারের লুক, তেমনই ভয় ধরিয়েছে বিজয় বর্মা (Vijay Varma)-র সিরিয়াল কিলারের লুক। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিরিজ।

Continues below advertisement

সদ্যই মুক্তি পেয়েছিল ‘দহদ’ ছবিটির টিজার। সোশ্যাল মিডিয়ায় যে টিজারটি শেয়ার করা হয়েছিল, সেটায় প্রথমেই লেখা ছিল, 'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু একটা তদন্ত চালু রয়েছে।' ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। ধূসর টিজারের শেষে গাড়িতে চাবি ঘষার শব্দ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন চক্রে প্রাণ হারাতে হল এই ২৭ জন নারীকে, সেই কিনারা কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? উত্তর লুকিয়ে 'দহদ'-এ।

 

এর আগে সোশ্যাল মিডিয়ায় এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছবি সহ ভাগ করে নিয়েছিলেন সোনাক্ষী।

 

আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

আরও পড়ুন: Shah Rukh Khan: বিমানবন্দরে বিনা অনুমতিতে সেলফি তোলার চেষ্টা, অনুরাগীর হাত ঠেলে সরিয়ে দিলেন শাহরুখ!

এর আগে সঞ্জয় লীলা ভনশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। বড় দৃষ্টিনন্দন দুনিয়ার থেকে ডিজিটালে তাঁর আগমন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পরিচালক সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, 'আমি বড় চলচ্চিত্র তৈরি করেছি কিন্তু ডিজিটালে স্থানান্তরিত হওয়া আমার জন্য আরও বড় ব্যাপার।' এরপর তিনি 'হীরামান্ডি'কে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিরিজ যা যৌনকর্মীদের তিন প্রজন্মের গল্প বলে, সম্পূর্ণটাই প্রাক-স্বাধীনতা আমলের। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'হীরামান্ডি'। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola