মুম্বই: দীর্ঘ সাত বছরের প্রেম তাঁদের। গুঞ্জনে সিলমোহর দেননি দু'জনের কেউই। কিন্তু এবার আইনি সিলমোহর পড়ে গেল বলিউড তারাক সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের সম্পর্কে। পরিবার, পরিজন এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের সাক্ষী রেখে চারহাত এক হল তাঁদের। আর প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রী হলেন সোনাক্ষী এবং জাহির। (Sonakshi-Zaheer Wedding)


সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। রেস্তরাঁ, বিদেশ-বিভুঁইয়ে, একসঙ্গে দেখাও যেত তাঁদের। কিন্তু পরস্পরকে প্রিয়বন্ধু বলেই উল্লেখ করতেন তাঁরা। সোনাক্ষী তাঁদের সম্পর্ককে 'টম অ্যান্ড জেরি'র  সঙ্গেও তুলনা করেন। তবে তাঁরা যে বিয়ে করতে চলেছেন, তা নিয়ে কথা শুরু হয় অতি সম্প্রতিই। (Sonakshi Sinha Marriage)


কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী এবং জাহিরের বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়, যাতে তাঁরা জানান, সাত বছরের সম্পর্ককে এবার পরিণতি দিতে চলেছেন তাঁরা। প্রেমিক-প্রেমিকা নয়, এবার স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে জীবন শুরু করতে চলেছেন। এতদিন তাঁদের নিয়ে যা গুঞ্জন ছিল, তা সত্য বলেও অডিও রেকর্ডিংয়ে ঘোষণা করেন যুগলে। 


আরও পড়ুন: Sonakshi Sinha Marriage: 'নিজের বিয়েতে আমি কিন্তু নাচব', আগেই নিজের ইচ্ছে জানিয়েছিলেন সোনাক্ষী


এর পর থেকেই তাঁদের বিয়ের খুঁটিনাটি নিয়ে সরগরম হয়ে ওঠে চারিদিক। সোনাক্ষী-জাহির কী পরছেন, কী খাচ্ছেন, বাড়ির লোক কী বলছেন, জানেত উদগ্রীব হয়ে পড়েন সকলে। আলোচনা আরও জোর পায় পারিবারিক মতবিরোধের খবরে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। মেয়ে সাবালক হয়ে গিয়েছে, বাবা-মাকে সব কিছু জানানোর প্রয়োজন মনে করেন না বলেও মন্তব্য করেন শত্রুঘ্ন। তাই সিনহা পরিবারের বিয়েতে সায় নেই বলে ধারণা জন্মায়। 


সেই থেকে সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক নিয়েও কাটাছেঁড়া শুরু হয়। ভিনধর্মের এই বিয়েতে সোনাক্ষীর পরিবারের সায় নেই, তাঁদের বাড়ির নাম যেখানে 'রামায়ণ', সেখানে জাহিরের প্রবেশে কারও সায় নেই বলে গুঞ্জন কানে আসে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই মুম্বইয়ে একত্রিত হয় দুই পরিবার। আর সেখানেই শত্রুঘ্ন জানিয়ে দেন, তাঁর মেয়ে যাকে ইচ্ছে করতে বিয়ে করতে পারেন। এতে কারও কিছু বলার অধিকার নেই। বিয়ের আয়োজন নিয়ে সামান্য কিছু মতবিরোধ ছিল, তা মিটে গিয়েছে বলেও জানান তিনি। জাহিরের বাবাও জানান যে, সোনাক্ষী এবং জাহির মনের সম্পর্কে বাঁধা পড়েছেন। ধর্মের কোনও ভূমিকা নেই এখানে। হিন্দু বা মুসলিম রীতি অনুযায়ী নয়, দু'জনে যে আইনি বিয়ে করছেন, তাও খোলসা করেন তিনি।